,

বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড বেশিরভাগ ম্যাচ চট্টগ্রাম-সিলেটে!

সময় ডেস্ক : বিপিএল শেষ হওয়ার পরই শুরু হতে যাচ্ছে টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততা। ফেব্রুয়ারিতে আসছে ইংল্যান্ড। সেই সিরিজ শেষে মার্চে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড দল। এই সফরে তারা তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে। এছাড়া আছে একমাত্র টেস্ট ম্যাচ। লক্ষ্যণীয় ব্যাপার হলো, রঙ্গিন পোশাকের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে।
গতকাল সোমবার বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। একটা সূচিও প্রকাশ করেছে তারা। ১১ মার্চ বাংলাদেশের উদ্দেশে ডাবলিন থেকে রওনা হবে আইরিশ দল। ১৫ মার্চ একমাত্র প্রস্তুতি ম্যাচ। ১১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ এবং ২৩ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এরপর ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুই ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ। একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায় ৪ থেকে ৮ এপ্রিল। একটি টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ সফরে আসছে, অথচ মিরপুরে এত কম ম্যাচ থাকা বিস্ময়করই বটে।


     এই বিভাগের আরো খবর