,

খুলনাকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত সিলেটের

সময় ডেস্ক : চট্টগ্রামের বিপক্ষে শনিবার জিতেই শেষ চার একপ্রকার নিশ্চিত করে ফেলেছিল সিলেট স্ট্রাইকার। তবে সমীকরণের হিসাব-নিকাশ ছিল। সোমবার খুলনা টাইগার্সকে ৩১ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের সুপার ফোর নিশ্চিত করেছে মাশরাফি মর্তুজার দল।
টস হেরে ব্যাট করে সিলেট ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ তোলে। এখন পর্যন্ত চলতি বিপিএলে সর্বোচ্চ রান করা ওপেনার নাজমুল শান্ত (৬) ব্যর্থ হলেও অন্য ওপেনার তৌহিদ হৃদয় খেলেন ৭৪ রানের ইনিংস। তিনি ৪৯ বলে নয়টি চারের শটে ওই রান তোলেন। তিনে নামা জাকির হোসেন তার সঙ্গ গড়েন ১১৪ রানের জুটি। দু’জন এক ওভারের ব্যবধানে ফিরে যাওয়ার আগে জাকির ৩৮ বলে ৫৩ রান তোলেন। দুটি চার ও চারটি ছক্কা তোলেন বাঁ-হাতি এই টেস্ট ওপেনার। এছাড়া রায়ান বার্ল ২১ ও থিসারা পেরেরা ১৭ রান করেন।
জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থেমেছে তামিম ইকবাল-ইয়াসির রাব্বিদের খুলনা। দলটির দুই ওপেনার তামিম (১২) ও আন্দ্রে বালব্রেনি (৭) ব্যর্থ হন। তিনে নামা শেই হোপ ২২ বলে ৩৩ রান করেন। চারে নামা মাহমুদুল জয় ২০ এবং পাঁচে নামা আজম খান ১৭ বলে ৩৩ রান করেন। পরের ব্যাটাররা রান না পাওয়ায় বড় ব্যবধানে হেরেছে খুলনা।
এই হারে খুলনা আট ম্যাচে মাত্র দুই জয়ে চার পয়েন্ট তুলেছে। সমান ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স পাঁচটি করে জয়ে যথাক্রমে তিনে ও চারে আছে। খুলনার তাই গ্রুপ পর্বে বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে সিলেট ১০ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। তাদের শুধু সুপার ফোর নয় সেরা দুই দলের একটি হয়ে কোয়ালিফায়ার খেলাও এক প্রকার নিশ্চিত।


     এই বিভাগের আরো খবর