,

প্রেসিডেন্ট ওবামার ছদ্ববেশে ডাকাতি!

সময় ডেস্ক ॥ হাতে বন্দুক, কোমড়ে ছুরি ও মাথায় হেডক্যাপসহ কালো পোশাক। দেখতে একেবারে ভয়ঙ্কর এক ডাকাত। একটি দোকানের ক্যাশিয়ারকে বন্দুকের নল ঠেকিয়ে নগদ অর্থ নিয়ে দ্রুত পালিয়ে যান তিনি। ডাকাতটি আর কেউ নন, বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কী পাঠক ভড়কে গেলেন? আসলে ভড়কানোর কিছু নেই। কারণ তিনি ওবামা ছিলেন না। ডাকাতটি মুখোশ পড়া ওবামার ছদ্মবেশী। মঙ্গলবার রাতে ম্যাসাচুসেটসের ডানকিনস ডোনাটস শহরে এ ঘটনা ঘটে। নিজের মুখ লুকিয়ে রাখতে ছদ্মবেশের আশ্রয় নেন ডাকাতটি। নগদ অর্থ নিয়ে পালানোর কয়েক মিনিট পরে দোকানে প্রবেশ করে নিরাপত্তা বাহিনী। দোকানে গোপন ক্যামেরায় ওবামার মুখোশধারী বক্তির চিত্র ধরা পরে। এতে দেখা যায়, কালো পোশাকে ওবামা ছদ্মবেশী মুখোশধারী এক ডাকাত দোকানে ঢুকে ক্যাশিয়ারকে দ্রুত টাকা-কড়ি যা আছে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এরপর নগদ অর্থ নিয়ে দ্রুতই সেখান থেকে পালিয়ে যান তিনি। এ সময় তিনি ক্যাশিয়ারের মাথার কাছে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছিলেন।


     এই বিভাগের আরো খবর