,

বাহুবলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রতিপক্ষের হামলা আহত দিনমজুর অনাহারে দিন কাটছে স্ত্রী-পুত্রের

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রতিপক্ষের হামলায় আহত দিনমজুর বকুল মিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার চিকিৎসা খরচ দূরের কথা- স্ত্রী-পুত্রের দিন কাটছে অনাহারে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ডুবাঐ বনবাড়ি গ্রামে। স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বনবাড়ি গ্রামের মৃত আব্দুল ছুবহান-এর পুত্র বকুল মিয়া (৩৫) একজন দিনমজুর। তার আয়েই চলে স্ত্রী রঙ্গবানু এবং পুত্র সেলিম (৮), ফাহিম (৫) ও শাহিনকে (২) নিয়ে গড়া ৫ সদস্যের পরিবার। গত শনিবার সকাল ১১টায় পুত্রের স্কুল ড্রেস বানানো নিয়ে পাশের বাড়ির কৃত আব্দুল আলীর পুত্র আবুল কালামের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আবুল কালাম ও তার লোকজন দিনমজুর বকুল মিয়ার উপর হামলা চালায়। এতে বকুল মিয়া মারাত্মক ভাবে আহত হয়। তাকে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বকুল মিয়ার অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসা ব্যয় চালানোর ক্ষমতা পরিবারে নেই। সরেজমিনে আহত বকুল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী রঙ্গবানু তার পুত্রদের নিয়ে উঠানে বসে কাঁদছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, একমাত্র রোজগারী আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ৩ পুত্রকে নিয়ে কয়েক বেলা ধরে অনাহারি আছি। এ অবস্থায় কী করে স্বামীর চিকিৎসা চালাব। কথাগুলো বলেই আবারও হাউ মাউ করে কেঁদে ফেলে রঙ্গবানু।


     এই বিভাগের আরো খবর