,

মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ॥ এসিড নিক্ষেপ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। তারা ক্ষিপ্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদের পুত্র বধূ রানু বেগম (২৫) এর উপর এসিড নিক্ষেপ করে তার শরীর জ্বলসে দিয়েছে। আশংখাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আ্ধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। রানু বেগমের স্বামী সিএনজি চালক আবু হানিফ জানান, জীবিকার তাগিদে ঢাকা বাস করেন। তার বৃদ্ধ পিতা , স্ত্রী ও ৩ সন্তান বাড়িতে থাকে। তাদের জমির উপর নজর পরে একই গ্রামের প্রবাশালী নেতা (২য় পৃষ্ঠায় দেখুন) জামাল ও আলমগীর এর। প্রথমে তাদের জমি কিনে নেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হলে নানান ষড়যন্ত্র শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় রানু বেগম ঘর থেকে বের হলে আলমগীর, দুলাল, সোনা মিয়া, ও চান মিয়া সহ আরও কয়েকজন মিলে রানু শরীরে এসিড নিক্ষেপ করে। এ সময় রানু মাঠিতে পড়ে গেলে তাকে অপহরণ করে  নিয়ে যাওয়ার চেষ্ট করে। রানু চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বত্তরা পালিয়ে যায়। এসিডে রানুর পিঠ, ফনা ও বুকসহ বিভিন্ন স্থান জ্বলসে যায়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতাল পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালে রানুর অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে।


     এই বিভাগের আরো খবর