,

ভুটান কিংস কাপে চ্যাম্পিয়ন শেখ জামাল

সময় ডেস্ক ॥ ভুটানে অনুষ্ঠিত কিংস কাপ ফুটবলের ফাইনালে ভারতের পুনে এফসিকে হারিয়ে ইতিহাস (৩য় পৃষ্ঠায় দেখুন) গড়লো বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত কিংস কাপের ফাইনালে ভারতের দলটিকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল। কিংস কাপের কিং হয়ে ভুটানের মাটিতে উড়িয়েছে বাংলাদেশের পতাকা। শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল শেখ জামাল। ২৫ মিনিটেই হেড থেকে পুনের জালে বল জড়ান শেখ জামালের ইয়াসিন খান। অবশ্য এরপর প্রথমার্ধে আর কেউ কারও জালে বল প্রবেশ করাতে পারেনি। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও শেখ জামালের গোলটি শোধ করতে পারেনি পুনে। গত ফেব্র“য়ারিতেই আইএফএ শিল্ডের ফাইনালে উঠে শিরোপা জিততে ব্যার্থ হয়েছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগ জয়ী দলটি। কলকাতার শক্তিশালী মোহামেডানের সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে ভাগ্য নির্ধারনী টাইব্রেকারে হারতে হয়েছিল বাংলাদেশের দলটিকে। মূলত রেফারির পক্ষপাতিত্বের কারণেই ওই শিরোপাটি জিততে পারেনি শেখ জামাল। এ কারণে থিম্পুতে শেখ জামাল আর পুনের ম্যাচটি পরিণত হয়েছিল বাংলাদেশ-ভারতের লড়াইয়ে। গ্র“প পর্বে ভারতের মোহনবাগানকে হারিয়েছিল শেখ জামাল। আবার বাংলাদেশের আবাহনীকে হারিয়েছিল পুনে এফসি।


     এই বিভাগের আরো খবর