,

শেভরনের সহযোগীতায় আইডিয়ার বাস্তবায়নে রোপা আমন চাষ করে কৃষাণী ডলীর মূখে নবান্নের হাসি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের চানপুর সমাজ উন্নয়ন কেন্দ্রের মহিলা সদস্য ডলি রাণী দাশ (৩০) নামের কৃষাণী প্রশিক্ষনের মাধ্যমে রোপা আমন ব্রী-৪৯ জাতের ধান চাষ করিয়ে এর বাম্পার ফলনে স্বাবলম্বী হয়েছেন। এতে আইডিয়ার (সিডিজিআই) বিবিয়ানা প্রকল্প, বাস্তাবায়নে আইডিয়া ও শেভরনের সার্বিক সহযোগীতায় ওই কৃষাণী তার দুই বিঘা জমিতে উক্ত ধান চাষ করে ভাল ফসল উৎপাদনের ফলে নবান্নের হাসি এখন তার মূখে। গতকাল মঙ্গলবার ডলি রাণী দাশের নিজ গ্রামে এ উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্টিত হয়। চানপুর সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতি বাবু অধীর কুমার দাসের সভাপতিত্বে ও আইডিয়ার (সিডিজিআই) প্রকল্পের মৎস্য বিশেষজ্ঞ নাইম উদ্দিন জাবেদের সঞ্চালনায় এতে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়া সিডিজিআই প্রকল্প ব্যবস্থাপক উজ্জল দেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেভরন বাংলাদেশের কমিউনিটি এজ্ঞেজমেন্ট সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ কামরুজ্জামান রিপন, বিশেষ অতিথি ছিলেন, শেভরন বাংলাদেশের কমিউনিটি এজ্ঞেজমেন্ট সিনিয়র কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ, আইডিয়া সিলেট অফিসের ফিল্ড অপারেশন কো- অর্ডিনেটর শাহিনুর রহমান, আইডিয়ার এডভোকেসী এসোসিয়েট তামান্না আহমেদ, সাংবাদিক এম. মুজিবুর রহমান সহ চানপুর ও আশপাশ গ্রামে শতাধীক কৃষক কৃষাণীগণ। উক্ত অনুষ্টানে মাঠ দিবস উপলক্ষে কৃষাণী ডলি রাণী দাসের ২বিঘা জমিতে ফলানো ব্রী-৪৯ জাতের ধান চাষের সফল উৎপাদ হিসাবে স্বাভাবিক ফলনের চেয়ে দ্বি-গুন ফসল হওয়ায় কৃষাণী সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, বিবিয়ানা এলাকায় ২২টি গ্রামে ২০১৩ সাল থেকে ধানচাষ, পুকুরে মাছ চাষ, সবজি চাষ, ফলজ ও বাগান ব্যবস্থাপনা নিয়ে বাস্তবায়ন করে আসছে আইডিয়া। এতে সহযোগীতা করছে শেভরন বাংলাদেশ কর্তপক্ষ।


     এই বিভাগের আরো খবর