,

শ্রীমঙ্গলে একাধিক বাসায় ডাকাতি ডাকাতদের গুলিতে ৩ যুবক আহত

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক বাসায় সংঘটিত হয়েছে ডাকাতি। একই সাথে একাধিক দোখানে হয়েছে চুরিও। ডাকাতদের ছোড়া গুলিতে আহত হয়েছেন তিন যুবক ॥ গত বৃহস্পতিবার গভীর রাতে এলাকার দুবাই প্রবাসী আনিসুর রহমানের বাসায় ৭-৮ জনের মুখোশপরা একদল ডাকাত প্রধান ফটকের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ধারালো অস্ত্র ধরে চেইন ও কানের দুলসহ মুল্যবান মালামাল নিয়ে যায়। মালামাল লুন্ঠন শেষে লুন্ঠিত মালামাল ভাগ-বাটোয়ারা দেখে চিৎকার দেয়ায় ডাকাতরা বন্দুক থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে এসময় রামনগর মনিপুরী পাড়ার এরশাদ মিয়ার দুই ছেলে খালেক মিয়া (২৩) ও মালেক মিয়া (২১) এবং নুরজ্জামানের ছেলে ইসরাইল মিয়া (২১) গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে মালেকের চোখে ও মুখে অসংখ্য ছররা গুলিবিদ্ধ হয়েছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মিনাক্ষী দেব নাথ। তিনি বলেন, এদেরকে গুরুতর আহতাবস্থায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কেন্দ্র থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুলিতে আহত খালেক মিয়া জানান, চিৎকার শুনে তিনি ও তার ভাই মালেক ও প্রতিবেশী ইসরাইল এগিয়ে স্থানীয় মসজিদে কাছে ডাকতরা লুন্ঠিত মালামাল ভাগ-বাটোয়ারা করতে দেখে তারাও চিৎকার করেন। তখন ডাকাতরা তাদের লক্ষ্য করে বন্দুক থেকে ২-৩ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এদিকে শুক্রবার ভোর রাতে শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার গুনেন্দ্র চক্রবর্ত্তীর বাসার জানালা ভেঙ্গে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুন্ঠনের চেষ্টা চালায়। এসময় কৌশলে গুনেন্দ্র চক্রবর্ত্তীর মেয়ে তার মামা দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্ত্তীকে ফোনে জানান। রজত চক্রবর্ত্তী কয়েকজনকে নিয়ে এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এদিকে গত বুধবার ভোর রাতে শহরতলীর বিলাশের পাড় এলাকায় জয়শ্বর সরকারের বাড়িতে দরজা জানালা ভেঙ্গে স্বর্ণ, মুল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকায় হ্যাপি ড্রাগ হাউসে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৩০ হাজার টাকার মালামাল চুরির খবর পাওয়া গেছে। দোকানের সত্ত্বাধিকারী বিজন দেব জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে দোকানে গিয়ে তিনি দোকানের সার্টারের তালা ভাঙ্গা অবস্থায় দেখেন। তিনি জানান, চোরেরা ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা ও মূল্যবান ঔষধ চুরি করে নিয়ে গেছে। একই রাতে শ্রীমঙ্গল পৌরসভার গদার বাজারে নাছিমা ষ্টোর থেকে চুরেরা লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে দুস্কৃতিকারীরা। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।


     এই বিভাগের আরো খবর