,

বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ তেঘরিয়ায় পানি সেচ নিয়ে ভয়াবহ সংঘর্ষ ॥ সাংবাদিক ও মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে সাংবাদিক, ও মহিলাসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত চলা এ সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুরসহ লুটপাট করা হয়েছে। ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ওই সময় ওই গ্রামের লাল মিয়ার সাথে তোরাব আলীর জমিতে পানি সেচ দেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা-পাল্টা হামলা চালায়। এসময় কর্তব্য পালনের সময় রহমত আলী নামে এক সাংবাদিকসহ ৫০ জন আহত হয়। গুরুতর আহত আবস্থায় জোসনা বানু, রাহেলা, রাবেয়া, রমজান আলী, ছোরাব আলী, নুরুজ্জামান, হৃদয়, লিটন, ডেঙ্গু মিয়া, রিপন, রজব আলী, লাল মিয়া, কিম্মত আলী, বাবুল, নুরুল আমিন, সাজু মিয়া, নুর মিয়া, শাকির মিয়া ও সফিক মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশংকা করছেন গ্রামবাসি। এব্যপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর