,

আজকের শিশু আগামির ভবিষ্যত…..কলি হোসাইন

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজকের শিশু আগামির ভবিষ্যত। তাই শিশুর উন্নয়নের ডাকে তাদের পাশে এসেছি। শিশু সুরা, শিশু কল্যাণ ,সুসংহত শিশু বিকাশ, শিশুর শারীরিক মানসিক সামাজিক এবং শিক্ষাগ্রহণকালীণ সুরক্ষা দেবার মধ্য দিয়ে শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব আজ আমাদের। দেশের প্রচলিত পাঠ্যক্রমের ভিত্তিতে প্রাক-প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দিয়ে বাংলাদেশ শিশুকে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার জন্য সুযোগ করে দিতে চাই আমরা। প্রত্যেকটি শিশুর মৌলিক পুষ্টি, সার্বক্ষণিক স্বাস্থ্য পরিচর্যা, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ এবং স্বাস্থ্যবিষয়ক শিক্ষার মাধ্যমে শিশুর জন্য নিরাপত্তা-বেষ্টনী তৈরি করতে চায়। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যোগ হয়েছে নিরাপদ পানি এবং নিরাপদ পায়খানা কর্মসূচি। শিশুর নিরাপদ আবাসের জন্যও বাংলাদেশ সরকার পাশে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। শিশু উন্নয়ন কর্মসূচিতে ৩টি প্রধান সাব-প্রোগ্রাম রয়েছে। শিশু শিক্ষা, শিশু স্বাস্থ্য এবং শিশু অধিকার। শিশু শিক্ষার মধ্যে রয়েছে, প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, শিশু পাঠাগার এবং শিশু কল্যাণ তহবিল। শিশু স্বাস্থ্যের মধ্যে রয়েছে মৌলিক পুষ্টি, প্রাথমিক স্বাস্থ্য, স্বাস্থ্যসম্পর্কিত শিক্ষা ও সচেতনতা, শিশুর স্বাস্থ্য বীমা এবং নিরাপদ পানি ও নিরাপদ টয়লেট কর্মসুচি। শিশু অধিকার সাব-প্রোগ্রামের মধ্যে রয়েছে শিশু পরিষদ, শিশু অধিকার নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং জন্মনিবন্ধন অভিযান, শিশুবিবাহ প্রতিরোধ। এভাবেই আমরা অঅমাদের শিশুদের জাতির ভবিষ্যত নেতৃত্বের কান্ডারি হিসেবে গড়ে তুলবো।


     এই বিভাগের আরো খবর