,

চুনারুঘাটে খাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৭০ বছরের বৃদ্ধ ও কলেজ ছাত্রী আহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামের খাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হাজী আব্দুন নূর (৭০) ও আশা মেডিকেল কলেজের ১ম বছরের ছাত্রী খাদিজা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছে। জানা যায়, শুক্রবার জুম্মার নামাযের পর ২টা দিকে চৌধুরীগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। তাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। আহত আব্দুন নূর ও কলেজ ছাত্রী খাদিজা আক্তার জানায়, চৌধুরীগাঁও গ্রামের তবারক আলীর পুত্র জামাল মিয়া (৪০), ভিংরাজ মিয়া (৩৫), ছমেদ মিয়া (৪৫), সোলেমান (৩০), কামাল মিয়া (৪০), বিল্লাল মিয়া (২৫), সুমন মিয়া (৩০), আক্তার মিয়া (২৭) সহ একদল দুর্বৃত্তরা পূর্ব শত্র“তার জেরধরে উৎপেতে থাকা অবস্থায় উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তারা দা দিয়ে কুপিয়ে দাদা ও নাতিনকে দু’হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে চুনারুঘাট থানায় ১০/১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত আব্দুন নূর বাদী হয়ে চুনারুঘাট থানায় এজাহারের ভিতরে প্রায় ১লাখ টাকা ক্ষতি সাধান ও রাস্তার চারাগাছ কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তদের দল। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য যে, আব্দুন নূর গংদের সাথে জামাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।


     এই বিভাগের আরো খবর