,

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত স্কাউটে সোনার বাংলা একাডেমির চমক

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে শহরের ঐতিহ্যবাহি জে.কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কয়েক হাজার দর্শক বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগীতা উপভোগ করেন। উপজেলার সেরা ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করে। প্রথমবারের মতো অংশ নিয়ে ডিসপ্লেতেঅপরাজেয় বাংলা এবং স্মৃতি সৌধ প্রদর্শন করে চমক দেখায় সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল। আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় স্থান অর্জন করে ওই প্রতিষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার মোঃ নাজমূল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামসেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, সাবেক চেয়ারম্যান আবদুর রউপ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, সাংবাদিক এটিএম সালাম, এম.এ আহমদ আজাদ, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মজিদ মিয়া, মোঃ আলমগীর মিয়া, মহিবুর রহমান চৌধুরী তছনু প্রমূখ। উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা দিবস আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সেরা ১৮টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। ডিসপ্লেতে অংশ নেয়া সেরা ৮টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করে উপজেলা পরিষদ শিশু ও সাংস্কৃতিক একাডেমি, দ্বিতীয় স্থান শহরের হীরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান কুর্শি ইউনিয়নরে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুল। অংশ গ্রহণকারী অপর প্রতিষ্ঠাত গুলো হচ্ছে, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়, হোমল্যান্ড আইডিয়াল স্কুল, গন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরমান উল্লা ইসলামী একাডেমি। এছাড়াও মাঠ মার্চে অংশ গ্রহণকারী ১৮টি দলের মধ্যে নবীগঞ্জ থানার পুলিশ প্রথম স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর