,

বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে মহান স্বাধীনতা দিবস ও বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগ এর পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ বলেন- লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তাহলে, তরুণ সমাজের দেহ তথা শরীর ভাল থাকবে। শরীর ভাল থাকলে মন ভাল থাকে। মন ভাল থাকলে ভাল কাজ করা যায়, পড়াশোনায় মনোনিবেশ করা যায়। পাশাপাশি খারাপ কাজ থেকে দূরে থাকা যায়। তরুণ সমাজ নেশার রক্তাক্ত ছোবল থেকে দূরে থেকে ভাল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারে। তিনি আরও বলেন- আমাদের প্রথম পরিচয়, আমরা মানুষ। তারপর, ধর্ম-কর্ম-রাজনীতির পরিচয়। রাজনীতি আছে, রাজনীতি থাকবে, কিন্তু খেলাধুলা হচ্ছে সবার। খেলাধুলা এমন একটি ফোরাম, যেখানে দল-মত নির্বিশেষে এক হওয়া যায়। তিনি বলেন- সারাদেশের যে বৈশিষ্ঠ্য রয়েছে, তার সবগুলো হবিগঞ্জে রয়েছে। হবিগঞ্জকে বলা হয় মিনি বাংলাদেশ। আমরা সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতির হবিগঞ্জ চাই। তিনি বলেন- একটি রাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং ধর্মীয় ভাব গাম্ভির্য্যের সম্প্রীতির আড়ালে এমন একটি বাংলাদেশ, যেটি আমাদের স্বাধীনতার মূল চেতনা, তেমনি একটি দেশ গড়বো এবং আগামী দিনগুলোতে বিজ্ঞান মনস্ক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বো, যাতে বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এবং জেলা ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজনে পাশে থেকে সহযোগিতা এবং বাঘাসুরা গ্রামে একটি মাঠের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, মাধবপুর প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, আওয়ামীলীগ নেতা রকিবুল হাসান চৌধুরী ও চৌধুরী ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্বত্ত্বাধিকারী উজ্জ্বল চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ও বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগ এর আহ্বায়ক জিয়া উদ্দিন দুলাল। বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগের সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন- ছাত্রলীগ নেতা মুখলিছুর রহমান। এ ছাড়াও বক্তব্য দেন- ছায়েদুর রহমান, শামসুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, আজিজুর রহিম, রুবেল আহমেদ প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগ (বিপিএল)-২০১৪ এর চ্যাম্পিয়ন ব্রাদার্স ইলেভেন এবং রানার্স-আপ পুরাইকলা কিংস ইলেভেন এর মালিক ও অধিনায়কসহ অন্যান্য খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে বরণ করেন বিপিএল আয়োজক কমিটির নেতৃবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মারুফ আহমেদ সুইট, হেমা চৌধুরী। কৌতুক পরিবেশন করেন সিরাজুল ইসলাম জীবন, যাদু পরিবেশন করেন আজিজ আহমেদ ও নৃত্য পরিবেশন করেন মুজাহিদ, তৃষা, মাশরাহসহ জেডিসি ড্যান্স ক্লাবের শিল্পীরা।


     এই বিভাগের আরো খবর