,

হবিগঞ্জ শহরে আবাসিক হোটেলগুলোতে দেহ ব্যবসা চাঙ্গা ॥ পুলিশের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে আবারো দেহ ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, অসাধু আইন শৃংঙ্কলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করে বিলাস বহুল হোটেলগুলোতে এসব ব্যবসা চলছে। আর এসব হোটেলগুলোতে যোগ দিচ্ছে প্রবাসীর স্ত্রী ও কলেজের ছাত্রীরা। এসব হোটেলের মালিকগুলো বাইরে থাকার সুযোগে লম্পট ম্যানেজাররা অধিক লাভের আশায় হোটেলের রোমগুলোতে জায়গা করে দিচ্ছে। মানুষ যাতে সন্দেহ না করে এ জন্য দিনের বেলায় এসব কাজ চলছে। অনুসন্ধানে জানা যায়, শহরের সিনেমা হল, চৌধুরীবাজার, শ্মশানঘাট, বাণিজ্যিক এলাকা, কালীবাড়ি রোড, বেবিষ্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এসব ব্যবসা চলছে। আর ম্যানেজাররা প্রতি রোম ঘন্টায় ভাড়া দিচ্ছে ৫শ থেকে ১ হাজার টাকা। হোটেলগুলোতে আয়া হিসেবে এক শ্রেণীর খদ্দের রয়েছে। এই খদ্দেররা বিদেশী ও ব্যবসায়ী খদ্দের আসলে তাদেরকে ম্যানেজ করে যুবতীদেরকে এনে দেয় বিনিময়ে কমিশন পেয়ে থাকে। সম্প্রতি শহরের বিভিন্ন হোটেল থেকে অভিযান চালিয়ে ম্যানেজার, খদ্দের ও নষ্ট রমনীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আইনের ফাক দিয়ে বেড়িয়ে এসে আবারো এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। শুক্রবার সকালে সদর থানা পুলিশ সিনেমা হল এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় খদ্দের ও নষ্ট রমনী পালিয়ে যায়। কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানায় অভিযান চলবে।


     এই বিভাগের আরো খবর