,

নারীকে প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করতে হবে

সময় ডেস্ক ॥ শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা শুধুমাত্র অর্থনৈতিক নীতিমালায় থাকলেই চলবে না। জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরির মাধ্যমে সমগ্র বিশ্বে জেন্ডার সমতা সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন সিপিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংক ভবনের প্রেস্টন অডিটোরিয়ামে রোববার ‘পার্লামেন্টারি নেটওয়ার্ক অন দ্য ওয়ার্ল্ড ব্যাংক আইএমই’ আয়োজিত ‘গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স জেন্ডার ইক্যুইলিটি অ্যান্ড উইমেন রাইটস ইন দ্য পোস্ট’ শীর্ষক সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, বিশ্ব ব্যাংক ও আইএমএফ ঘোষিত দারিদ্র্য নিরসন ও উন্নয়নে অংশগ্রহণ এই শ্লোগান বাস্তবায়নে নারীকে প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করতে হবে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নসহ সমগ্র পৃথিবীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পার্লামেন্টারি নেটওয়ার্ক, বিশ্বব্যাংক, আইএমএফসহ পৃথিবীর সব দেশের সংসদ সদস্যদের একযোগে কাজ করতে হবে। সম্মেলনে অংশগ্রহণকারী ১০০টি দেশের উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, মুহিবুর রহমান মানিক, সানজিদা খানম উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর