,

বৈশাখে সারাদেশে সতর্ক র‌্যাব পুলিশ

সময় ডেস্ক ॥ কোন ধরনের ঝুঁকি নিবে না আইনশৃঙ্খলাবাহিনী। সব কিছু বিবেচনায় রেখে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রমনা বটমূল, রবীন্দ্র সরোবরসহ সারাদেশে যে সব স্থানে পহেলা বৈশাখ উদযাপন করা হবে প্রত্যেক অনুষ্ঠানস্থলে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এসব অনূষ্ঠানস্থলকে ঘিরে র‌্যাব,পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে বিজিব সদস্য। র‌্যাবের ডিজি বেনজির আহমেদ বলেছেন, যে কোন ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কেউ যদি কোন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। এদিকে, গতকাল সোমবার দুপুরের পর থেকেই রমনা বটমূল ঢাকা বিশ্বদ্যিালয়ের টিএসসি এলাকায় কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলাবাহিনী। রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানস্থলে পৌঁছাতে ৫ স্থানে তল্লাশী চালায় পুলিশ ও র‌্যাব। আবার সাদাপোশাকের বিভিন্ন বাহিনীর সদস্যরা ওঁৎ পেতে আছে অগান্তুক সন্দেহভাজন ব্যক্তিদের দিকে। রমনা বটমূলকে কেন্দ্র করে নেয়া হয়েছে র‌্যাব ও পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেক বাহিনীই আলাদা আলাদা ভাবে অত্যাধুনিক সব যন্ত্র দিয়ে করছে তল্লাশী। র‌্যাব ও পুলিশের আলাদা ‘ওয়াচটাওয়ার’ দিয়ে সার্বক্ষনিক খেয়াল নিচ্ছে অত্র এলাকাকে ঘিরে। যা পহেলা বৈশাখের দিনও বলবৎ থাকবে। ডিএমপি ও র‌্যাব সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই অত্র এলাকা পুরো নিয়ন্ত্রণ নেবে আইনশৃঙ্খলাবাহিনী। রমনা বটমূল ছাড়াও টিএসসি, চারুকলা ইন্সটিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শাহাবাগ মোড় হতে মৎস্যভবন পর্যন্ত র‌্যাবের গোয়েন্দা সদস্য, বোমডিসপোজাল টিম, ডগস্কোয়াড টিম সার্বক্ষণিক খেয়াল নিচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের দিকে। তেমনি পুলিশের পক্ষ থেকেও একই কায়দায় নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া পুলিশ ও র‌্যাবের আলাদা আলাদা সিসিটিভি ক্যামেরা মনিটরিং হচ্ছে স্ব স্ব বাহিনীর দপ্তর থেকে। দপ্তর থেকেই দেয়া হচ্ছে নির্দেশনা। অন্যদিকে, যে কোন ঘটনা এড়াতে ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে র‌্যাবের হেলিকপ্টার। আজ সকাল ১০ টার দিকে র‌্যাবেই এই হেলিকপ্টার টহল দেয়ার কথা রয়েছে। ডিএমপি পুলিশের পক্ষ থেকে রমনা বটমূলের প্রবেশ পথের ৭টি গেইটে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পুলিশের ‘সোয়াট টিম’কে রাখা হয়েছে প্রস্তুত। যে কোন ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে ডিএমপি পুলিশ। এছাড়া এবার পহেলা বৈশাখের নিরাপত্তায় যুক্ত থাকছে বিজিবি। তারা টহলের পাশপাশি আইনশৃঙ্খলাবাহিনীকে সাহায্যের জন্য রাজধানীর যে সব স্থানে পহেলা বৈশাখ উদযাপন হবে তার আশপাশেই অবস্থান নেবে বলে জানা যায়।


     এই বিভাগের আরো খবর