,

বাহুবলে গাড়ী পোড়ানোর মামলায় জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বাহুবলে গাড়ী পুড়া মামলায় জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার বিকাল ৩টায় কগনিজেন্স কোর্ট আমল আদালত-২ মোঃ মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির হয়ে জামিন চাইলে তিনি তাদেরকে করাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হল বাহুবল উপজেলা জামায়াতের সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, শিবিরের সাবেক সভাপতি মোস্তফা আল হোসাইন, আজহারুল ইসলাম মোয়াজ, বাহুবল শিবিরের উত্তরের সভাপতি শাহজাহান, দক্ষিনের সভাপতি জমির আলী, জামায়াত নেতা হাফিজুর রহমান মাসুক, হারুনুর রশিদ, জয়নাল আবেদিন সাগর, হাফেজ রকিব, এনামূল হক শিমাল, হাফেজ জিয়া উদ্দিন। আসামী পরে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাফিজুল ইসলাম, রহমত এলাহীসহ অর্ধশতাধিক আইনজীবি। উল্লেখ্য, গত ২৩ মার্চ বাহুবল উপজেলার মিরপুরে একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। এঘটনায় বাহুবল মডেল থানার এস.আই নাঈম বাদী হয়ে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে বাহুবল থানায় মামলা দায়ের করে।


     এই বিভাগের আরো খবর