,

হবিগঞ্জে জঙ্গীদের বিরুদ্ধে আট গ্রামবাসীর স্মারকলিপি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর কবরস্থানের পাশে জঙ্গী আস্তানা তৈরির জন্য জয়রামপুর গ্রামের আলগাবাড়ির কিছু অসৎ লোকজন সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রতনপুর পূর্ব কাটাখালি, নিতাইরচক, আমিনপুর, সুজাতপুর, ভবানীপুর, ছোট জয়রামপুর, কান্দিরগাঁও, দরিয়াপুরসহ অন্যান্য গ্রামের লোকজন মিলে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করেন সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়ার মৃত্যুর ১ মাস পূর্বে জেএমবি ও জঙ্গীর লোকজন এসে ওই এলাকায় আশ্রয় নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র চালু করে। আলগাবাড়ি পঞ্চায়েতের রফিক মিয়ার ছেলে মুহিবুর রহমান, কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী। জেএমবির ট্রেনিং দাতা মাওলানা আবুল ফজলের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। এছাড়া ছোট জয়রামপুর জামে মসজিদ নামে কোনো মসজিদ না থাকা স্বত্তেও মসজিদ ভাঙ্গার নামে গুজব ছড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিরূপ প্রতীক্রীয়ার সৃষ্টি করে। অপরদিকে কবরস্থান সংলগ্ন জঙ্গী আস্তানা গড়ে তুলতে না দেয়ায় ধর্মানুভূতিতে আঘাতসহ গ্রামবাসির উপর হামলাসহ তাদের বাড়িঘরে লুটপাট করেছে। এব্যাপারে মামলা করলে ১ আসামীকে আটক করে পুলিশ কারাগারে প্রেরণ করে। এই আলগাবাড়ির পঞ্চায়েত চক্রটি জেমএবির ট্রেনিং কমান্ডার মওলানা আবুল ফজলসহ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মানুষকে অতিষ্ট করে তুলেছে। তাদের বিরুদ্ধে কয়েকটি গ্রামের সহস্রাধিক জনতা ফুসেঁ উঠে মিছিল সহকারে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন গ্রামবাসির পক্ষে জামাল সর্দার, মওলানা মুখলেসুর রহমান, আব্দুস সহিদ, আব্দুস সালাম, আব্দুস সালাম সর্দার, জলফু মিয়া, হারুন রশীদ, আবু তাহের, হাফেজ আব্দুস সামাদ, হাফেজ আশিকুর রহমান, মানিক সর্দার, তোরাব আলী সর্দার, হাজী সিরাজ আলী, মরম আলী সর্দার, কুতুব আলী প্রমুখ। অবিলম্বে এব্যপারে ব্যবস্থা না নিলে কঠিন কর্মসূচির হুশিয়ারী দেন তারা। জেলা প্রশাসক তাদের স্মারকলিপিটি গ্রহণ করে পুলিশ সুপারকে জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর