,

অবশেষে দন্ডপ্রাপ্ত হলো ইয়াবা ব্যবসায়ী আব্দুল মালেক ॥

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে ৬ মাসের কারাদন্ড হলো ইয়াবা সম্রাট ও বহু অপকর্মের হোতা আব্দুল মালেকের। গত মঙ্গলবার বিকেলে শায়েস্থাগঞ্জের নতুন ব্রীজ এলাকায়ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে ১০ পিছ নিষিদ্ধ ইয়াবাসহ তাকে আটক করে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আব্দুল মালেক বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের আব্দুর রশিদের পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল মালেক ইয়াবাসহ বিভিন্ন এলাকা থেকে উঠনি বয়সী মেয়েদের এনে বিভিন্নস্থানে দেহ ব্যবসা চালিয়ে আসছিল। এরই পরিপেক্ষিতে গত মঙ্গলবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর হোসেন, হবিগঞ্জ রেঞ্জ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রনের তত্ত্বাবধায়ক আব্দুল ওয়াহিদ চৌধুরীর ও এস.আই শাহ আলমের নেতৃত্বে শায়েস্থাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালেককে ১০ পিছ নিষিদ্ধ ইয়াবাসহ আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মালেক বিভিন্নস্থান থেকে বাউল শিল্পীদের এনে গানের আসরের নাম করে তাদের সাথে অবৈধ মেলা মেশা করে আসছিল। ওই শিল্পী দিয়ে তার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় জমজমাট দেহ ব্যবসা চালিয়ে আসছিল। এছাড়াও ঢাকার বাউল শিল্পী পুতুল, বন্যা, সুমা খান ও চম্পা রানীসহ বাউল শিল্পীদের স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে রেখে যুবকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বলে তারা জানান। গত মঙ্গলবার মালেককে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ড প্রদান করায় এলাকাবাসী সন্তুষ্ট প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর