,

হবিগঞ্জ মোহনপুরে ইয়াবাসহ আটক যুবকের জামিন না মঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে আলোচিত বিপুল পরিমাণ যৌন উত্তেজক নিষিদ্ধ ইয়াবাসহ আটককৃত ১ যুবকের জামিন না মঞ্জুর করে ডিগ্রী পাস পরীক্ষা দেবার সুযোগ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট নিশাত সুলতানার আদালতে জামিনের আবেদন করলে শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাকর্তৃপক্ষকে পরীক্ষা দেবার সকল ব্যবস্থা নেবার জন্য নির্দেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন মোঃ আতাউর রহমান, সেলিনা সুলতানা শেলীসহ বেশ কয়েকজন আইনজীবি। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন, সি.এস.আই ছবিদুর রহমান। উল্লেখ্য গত ২৫ এপ্রিল বিকেলে পৌরসভার মোহনপুর এলাকায় ওসি তদন্ত বিশ্বজিৎ দেবের নেতৃত্বে এস.আই মামুন, মিজানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আরজু মিয়ার বাড়ি থেকে কার্টুন ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বহুলা গ্রামের তজমুল হোসেনের পুত্র ডিগ্রী পরীক্ষার্থী আমির হোসেন (২৫) ও বাহুবল উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার পুত্র কাজল মিয়া (২৮) কে আটক করা হয়। এসময় ওই বাসার মালিক আরজু মিয়া পালিয়ে যায়। ঘটনায় প্রথম দিকে ২০ হাজার ইয়াবা বলা হলেও পরে দুই হাজার পাচটি ইয়াবা বলে সাংবাদিকদের কাছে জানানো হয়েছিল।


     এই বিভাগের আরো খবর