,

বাংলাদেশী ভাস্কর নভেরা আহমেদ মারা গেছেন ॥

আন্তর্জাতিক ডেস্ক ॥ ফ্রান্স প্রবাসী বাংলাদেশী ভাস্কর নভেরা আহমেদ প্যারিসে মারা গিয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পীর পরিবার। কয়েক দশক ধরে অন্তরালে থাকা নভেরা আহমেদ প্যারিসে নিজের বাড়িতে মঙ্গলবার ভোরে মারা গেছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু সাংবাদিক আনা ইসলাম। নভেরার স্বামী আমাকে জানিয়েছেন, তিনি শেষ দু’দিন কোমায় ছিলেন এবং ঘুমের মধ্যেই মারা যান, আনা ইসলাম বিবিসিকে বলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। নভেরা আহমেদ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রণয়নে হামিদুর রহমানের সহযোগী ছিলেন। আনা ইসলাম বলেন নভেরা আহমেদ স্বাধীনভাবে তার কাজ চালিয়ে যাবার জন্য প্যারিসে যান। পরিবারের সূত্রের বরাত দিয়ে আনা ইসলাম জানিয়েছেন, নভেরা আহমেদ কিছুদিন ধরে শ্বাসকষ্ট এবং বয়সজনিত আরও কিছু জটিলতায়ও ভুগছিলেন।


     এই বিভাগের আরো খবর