,

কুকুর হত্যার দায়ে ১৮ মাসের জেল !

সময় ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় ইট দিয়ে আঘাত করে নয়টি কুকুরে ছানা হত্যার দায়ে নাথান থম্পসন নামে ২৫ বছরের এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদ- দিয়েছে দেশটির আদালত। তবে নাথান থম্পসনের আইনজীবী জানান তার ক্লাইন্টের মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। কারণ ওই সময় নাথান খুব বেশি মাত্রায় মদ্যপ অবস্থায় ছিলেন। গত মার্চে সিডনির ১৫০ কিলোমিটার উত্তরে কুরি এলাকায় কুকুর ছানাগুলোকে হত্যার দায়ে সোমবার নাথান থম্পসনকে দোষী সাব্যস্ত করে আদালত। প্রত্যক্ষদর্শী একজন ওই ঘটনাকে ‘জঘন্য হত্যাকা-’ বলে উল্লেখ করেন। ওই হত্যাকা- থেকে কেবলমাত্র একটি কুকুর ছানা বেঁচে গিয়েছিল। বেঁচে যাওয়া ওই বাচ্চাটির নাম রাখা হয়েছে ‘লাকি’। আদালতের শুনানিতে বলা হয়, কুকুরগুলোর মালিক ইন্টারনেটে প্রাথমিকভাবে কুকুরে ছানাগুলো বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে কোন ক্রেতা না পেয়ে কুকুরের ছানাগুলো থম্পসনের কাছে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার নিউক্যাসলের একটি আদালতের শুনানিতে বলা হয়, থম্পসন কুকুর ছানাগুলোকে একটি আশ্রয় কেন্দ্রে নেবে বলে জানিয়েছিল। তবে সে তা না করে সেগুলোকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এক ব্যক্তি কুকুর নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুরগুলোর আর্তচিৎকার শুনতে পান। ওই প্রত্যক্ষদর্শী জানান, থম্পসনের ডান হাতে একটি ইট ও তার বাম হাতে কুকুর ছানা ধরে আছে। তার ডান হাতে ইট দিয়ে ওই কুকুর ছানাগুলোকে আঘাত করছে। আদালতের বিচাররক রবার্ট স্টন এ রায় দেয়ার সময় কুকুরছানার হত্যার ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করে থম্পনের ওপরও প্রাণি পোষণে নিষেধাজ্ঞা জারি করেন।


     এই বিভাগের আরো খবর