,

দিনশেষে ৪৮৭ রানে পেছাল বাংলাদেশ ॥

সময় ডেস্ক ॥ ঢাকা টেস্টে জয়ের বাংলাদেশকে ৫৫০ রানে টার্গেট দিয়েছে পাকিস্তান। সেই লক্ষ্যে শুক্রবার শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। ফলে তৃতীয় দিনের খেলা শেষে জয়ের টার্গেট থেকে আরও ৪৮৭ রান দূরে রয়েছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন তামিম ইকবাল (৩২ রান) ও মুমিনুল হক (১৬ রান)। বাংলাদেশের ইনিংসের সূচনা করেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান। তবে ১২তম ওভারের প্রথম বলেই সেই স্কোর হয়ে গেছে ১ উইকেট হারিয়ে ৪৮ রান। আউট হয়েছেন ইমরুল কায়েস (১৬ রান)। পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহর বলে স্প্যাম্প হারিয়েছেন তিনি। তবে দিনের বাকি ২.৫ ওভার দেখে শুনেই ব্যাটিং করেছেন তামিম-মুমিনুল। এর আগে শুক্রবার বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২০৩ রানে। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তানিরা। ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে তারা লিড পেয়েছিল ৩৫৪ রানের। ফলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশকে ৫৫০ রানে বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে পাকিস্তান। জয়ের জন্য বাকি ৪৮৭ রান তুলতে অবশ্য আরও দুটি দিন পড়ে থাকছে বাংলাদেশের সামনে। এখন ব্যাটসম্যানদের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ‘ঢাকা টেস্ট’ ভাগ্য। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান : প্রথম ইনিংস, ৫৫৭/৮ ডিক্লেয়ার, ওভার ১৫২ (আজহার ২২৬, ইউনিস ১৪৮, আসাদ শফিক ১০৭; তাইজুল ৩/১৭৯, শহীদ ২/৭২, শুভাগত ২/৭৬) বাংলাদেশ : প্রথম ইনিংস, ২০৩/১০, ওভার ৪৭.৩ (সাকিব ৮৯*, ইমরুল ৩২, মাহমুদউল্লাহ ২৮, তাইজুল ১৬, মুশফিক ১৩, তামিম ৪; ইয়াসির ৩/৫৮) পাকিস্তান : দ্বিতীয় ইনিংস, ১৯৫/৬ ডিক্লেয়ার, ওভার ৪১.১ (মিসবাহ ৮২, ইউনিস ৩৯, আজহার ২৫; শহীদ ২/২৩, মাহমুদউল্লাহ ১/৮, শুভাগত ১/১৮, সৌম্য ১/৪৫, তাইজুল ১/৫৬) বাংলাদেশ : দ্বিতীয় ইনিংস, ৬৩/১, ওভার ১৪ (তামিম ৩২*, মুমিনুল ১৫*, ইমরুল ১৬; ইয়াসির ১/৭)।


     এই বিভাগের আরো খবর