,

সালাহ উদ্দিনের অনুপ্রবেশে সীমান্ত রক্ষি বাহিনী বিব্রত

সময় ডেস্ক ॥ নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে বিব্রত ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসফ)। কিভাবে সালাহ উদ্দিন বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছেন এনিয়ে গত তিন ধরে বিএসএফ‘র মধ্যে তোলপাড় পরিস্থিতি দেখা দিয়েছে বলে দি শিলং টাইমসসহ মেঘালয় ও ভারতীয় পত্রিকাগুলোতে খবর প্রকাশ হয়েছে। শিলং টাইমস’ বলছে, বাংলাদেশ-ভারতের মধ্যে ৪৪০ কিলোমিটার সীমান্ত এলাকা। বিএনপি নেতা এবং সাবেক এই মন্ত্রী কোন পথ দিয়ে এবং কিভাবে অবৈধভাবে বাংলাদেশ থেকে তাদের দেশে প্রবেশ করলেন, এনিয়ে দেশটির শীর্ষ পর্যায়ও বেশ শংকিত। আরো কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইনে বলা হয়েছে, সালাহ উদ্দিনের ঘটনায় বিএসএফ কোনো কুলকিনারা পাচ্ছেনা। সীমান্ত দিয়ে কিভাবে অবৈধ অনুপ্রবেশ ঘটলো?। ইন্ডিয়া টাইমস সরাসরি সালাহ উদ্দিনের বিষয়টি প্রকাশ না করে বলেছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রেবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিএসএফ এর প্রধান মিডিয়া কর্মকর্তা এসকে সিং বলেছেন, বিএসএফ এখনো বুঝতে পারছেনা কিভাবে সালাহ উদ্দিন বাংলাদেশে প্রবেশ করলেন। এনিয়ে বিএসএফকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় গনমাধ্যম বিভিন্ন বরাত দিয়ে বলেছে, গত ১০ মার্চ সালাহ উদ্দিন নিখোঁজ হন। যেহেতু দুই দেশের সীমান্ত এলাকা অনেক বড় তাই কাঁটাতারের বেড়া দিয়ে কোন এক সময়ে হয়তো সালাহ উদ্দিন প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে মেঘালয় সীমান্ত দিয়েই সালাহ উদ্দিন অনুপ্রবেশ করেছেন। উল্লেখ্য, মেঘালয় সীমান্তে ইতোমধ্যে কাঁটাতারের বেড়ার কাজ চলছে। সেখানে কড়া পাহারা চলছে। এসকে সিং বলেন, এখন মেঘালয় সীমান্তের ডাউকি ও পশ্চিম পাশে ৫৫ থেকে ৬০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ চলছে।


     এই বিভাগের আরো খবর