,

হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমানের শিশুরা অনেক মেধাবী। সেই মেধার যথাযথ বিকাশের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে শিশুরা যাতে ভবিষ্যতে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেজন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে। হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন। তিনি বলেন যে জাতি কারিগরী শিক্ষা ও তথ্য প্রযুক্তির শিক্ষায় উন্নত, সে জাতি তত বেশী উন্নত। মোঃ আবু জাহির বলেন হবিগঞ্জকে এক সময় অবহেলিত জনপদ বলা হলেও এখন আর অবহেলিত বলা যাবে না। কারন শিক্ষা, যোগাযোগ, বিদ্যুত, শিল্পসহ সকল ক্ষেত্রে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন আওয়ামীলীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। মোঃ আবু জাহির বলেন হবিগঞ্জে মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সহ নানা উন্নয়নের জন্য হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ আমাকে সংবর্ধনা দিচ্ছে। আসলে এ কৃতিত্ব হবিগঞ্জের সাধারণ মানুষের, যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তিনি সংবর্ধনার ফুলের তোড়া অভিভাবকদের মাধ্যমে শিশুদের প্রতি উৎসর্গ করেন। এডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান ঘোষনা করেন। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ শহরের আরডি হলে মহান স্বাধীনতা দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোঃ শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলীপ কুমার বনিক, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি পৌরকাউন্সিলর শেখ নূর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, এড. নির্মল ভট্টাচার্য্য ও মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংবর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মোজাম্মেল হক বাবুল, জামাল উদ্দিন শিপন, কাজল আহমেদ, যীশু রায়, গৌতম মহারত্ম ও গৌতম দাশ সুমন। প্রধান অতিথিকে পরিষদের পক্ষ হতে সম্মাননা পদক প্রদান এবং স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস। সভা শেষে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়। এ সময় আরডি হলে শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর