,

আলোচিত বাবুল চিশতী’র বাড়ীতে ঘরের ভেতর ঘোপন ঘরের সন্ধান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বহু অপকর্মের হোতা শায়েস্থাগঞ্জের আলোচিত বাবুল চিশতী ওরফে রবি চিশতী (৩৫) এর ঘরের ভেতর ঘরের সন্ধান পাওয়া গেছে। এদিকে বাবুলের সহযোগি ভূয়া কবিরাজ রফিকুল আলম রফিক ও তার শিষ্য জামালকে খোঁজছে পুলিশ। গত বৃহস্পতিবার গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল বাবুল। এরপর তার ও সহযোগীদের বিভিন্ন অপরাধ জগতের অজানা কাহিনী বেরিয়ে আসতে থাকে। গতকাল সরজমিনে শায়েস্থাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুরে গিয়ে ৭০ লাখ টাকা দিয়ে তৈরি কথিত জ্বিনের বাদশা বাবুলের একটি আলীশান বাড়ির সন্ধান পাওয়া গেছে। লোকজন বলাবলি করছিলেন, এটি একটি রহস্যেঘেরা বাড়ি। এ বাড়ির ভেতরে আন্ডারগ্রাউন্ডে আরেকটি ঘর রয়েছে। সেই ঘরেই মানুষদেরকে জ্বিনের বাড়ি বলে প্রলোভন দিয়ে আকৃষ্ট করে প্রতারণা করতো। দিনে সে মানুষের সাথে প্রতারণা করতো, রাতে মদ, গাঁজা সেবনের আসর জমাতো। রোগীদেরকে আকৃষ্ট করার জন্য ওই ঘর থেকে সে কৌশলের আশ্রয় নিয়ে জ্বিনের বাদশা সাজার চেষ্টা করতো। সহজ সরল লোকজন তা বিশ্বাস করে টাকা পয়সাসহ বিভিন্ন উপঠৌকন দিয়ে যেতো। অনুসন্ধানে আরো জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে লোকজনকে তার কাছে নিয়ে আসার পর ওই আন্ডারগ্রাউন্ডের বাড়িতে নিয়ে যেত। সেখানে সুন্দরী যুবতীরা আসলে ধর্ষণ করতো বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার অপকর্মের বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ডিবি পুলিশ ও র‌্যাব বাবুলকে ধরতে অভিযান চালায়। এসময় সে আত্মগোপন করে বিজ্ঞাপনের মাধ্যমে জানায়, ভারতের আজমেরী শরীফে চলে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সে ভারতে যায়নি। ওই পাতাল বাড়িতেই থেকেই তার অপরাধমূলক কর্মকান্ড চালাতো। পুলিশ ও র‌্যাব বার বার অভিযান চালিয়ে ওই বাড়ির ভেতরে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে তার সন্ধান করতে পারেনি। আরো জানা যায়, তার অন্যতম সহযোগী শায়েস্থাগঞ্জ বাগুনিপাড়া গ্রামে ভূয়া কবিরাজ রফিকুল আলম ৫ম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করে বাবুলের সাথে থেকে তার শিষ্য জামালকে নিয়ে বিভিন্ন অপরাধ করে আসছে। বাবুল আটক হলে তাদেরকেও পুলিশ খোজে পাচ্ছে না। উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বাবুলকে আটক করে কারাগারে প্রেরণ করে। এরপর থেকে তার অজানা কাহিনী বেরিয়ে আসতে শুরু হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে আজ রবিবার বাবুলের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর