,

চুনারুঘাটে যৌতুকের বলি অন্তসত্তা গৃহবধু লিমা ॥ শশুর বাড়ীর লোকজন আত্বগোপন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বগাডুবি গ্রামে যৌতুকের জন্য লিমা আক্তার (১৮) নামে এক অন্তসত্তা গৃহবধুকে হত্যা করেছে স্বামী ও শশুর বাড়ীর লোকজন । এ ব্যাপারে ওই গৃহবধুর মা খোশবানু বেগম আদালতে মামলা দায়ের করেছে। মামলাটি আদালত আমলে নিয়ে চুনারুঘাট থানা ওসি কে রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানাযায়, ২০১২ সালের ২১ ডিসেম্বর একই গ্রামের মৃত বারিক মিয়া পুত্র শফিক মিয়া (২৮) এর সাথে লিমা আক্তারের বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ১ লক্ষ টাকার মালামাল দেওয়া হয়। এর পর থেকে স্বামী শফিক মিয়া ভাসুর মিয়া, জা ফাতেমা বেগম ও আফিয়া বেগম যৌতুকের জন্য নির্যাতন চালায়। শত নির্যাতন সহ্য করে ৪ মাসের অন্তসত্তা লিমা সংসার করে। গত ৭ জুন বিকালে যৌতুকের টাকার জন্য উল্লেখিতরা পরিকল্পিত ভাবে লিমা কে হত্যা করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তরিগড়ি করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে । সেখানে ডাক্তার মৃত ঘোষনা করলে লিমার লাশ হাসপাতালে রেখে তার স্বামী ও শশুর বাড়ীর লোকজন পালিয়ে যায়। পরে সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। উল্লেখিতরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য হত্যাকে আত্বাহত্যা বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। গত ১০ জুন লিমার মা হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে শশুর বাড়ীর লোকজন আত্বগোপন রয়েছে।


     এই বিভাগের আরো খবর