,

১ মিনিটেই ফোন চার্জ

সময় ডেস্ক ॥ অনেক বছর ধরে ব্যাটারি প্রযুক্তি স্থিতিশীল রয়েছে। আর যতটুকু অগ্রগতি হয়েছে তা খুবই সামান্য। সম্প্রতি, স্ট্যানফোর্ডের গবেষকরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছে। আর তা হল- অ্যালুমিনিয়াম। লিথিয়াম আয়ন ব্যাটারীর বিপরীতে, অ্যালুমিনিয়াম আয়নব্যাটারী নিরাপদ, সস্তা এবং বর্তমান প্রযুক্তির তুলনায় আরো নমনীয়। আর তাদের ধারণা মতে এটি দিয়ে মোবাইল ফোন চার্জ করা যাবে এক মিনিটেই। অ্যালুমিনিয়ামের আছে উচ্চ ক্ষমতা কিন্তু খরচ কম। আর গ্রাফাইট ক্যাথোডের সঙ্গে ধাতু মিলিয়ে টেকসই ব্যাটারী বানানো সম্ভব। তরল ইলেক্ট্রোলাইট ব্যবহার করার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় বিস্ফোরিত হওয়ার আশঙ্কা কম হবে। এই ব্যাটারি তরল প্যাকেটের মধ্যে তৈরি করা যেতে পারে ফলে বাঁকানো স্মার্টফোনের মতো নমনীয় ডিভাইসে ব্যবহার সহজ হবে। আর চার্জিং সাইকেল লিথিয়াম আয়নের তুলনায় হাজার বার বেশী হবে। আশা করা যায়, এই গবেষণা ফলপ্রসূ হলে স্মার্টফোন চার্জ খুবই সহজ হয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর