,

হবিগঞ্জে খোলা আকাশে বাহারী ইফতারী ভ্রাম্যমান আদালতের দৃষ্টি দেয়ার দাবী ॥

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ফুটপাতে অস্বাস্থ্য পরিবেশী খোলা আকাশের নিছে বাহারী ইফতারী বিক্রি করছে এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ীরা আর এসব ইফতারী খেয়ে অনেকের বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। রমজান মাসে শহরের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে ইফতারী তৈরী করে বিক্রি করা হচ্ছে। আর অনেক সময় এসব ইফতারী মাঝে বিভিন্ন ময়লা আর্বজনা ও মশা মাছি পোকামাড়ক উড়ে এসে বসছে। ফলে ভাইরাস জনিত বিভিন্ন জীবাণু ইফতারীতে চড়াচ্ছে। এসব ্ইফতারী খেয়ে পেঠের পিরা সহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে পরিচালনা করলেও ফুটপাতের দোকান গুলো রয়েগেছে ধরা ছোয়ার বাহিরে। আর এসব ফুটপাতের ব্যবসায়ীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে খোলা আকাশের নিচে বসে ইফতারী তৈরী করে অস্বাস্থ্য পরিবেশে বিক্রি করছে। গতকাল সরজমিনে দেখা যায়, শহরের চৌধূরী বাজার, সিনেমা হল রোড, রাজনগর, শায়েস্থানগর, কোর্টষ্ট্রেশন, ও থানার মোড় রাস্তার পাশে খোলা আকাশের নিচে ইফতারী তৈরী করে বিক্রি করছে। গতকাল থানা মোড় থেকে খোলা আকাশের নিচে ইফতারী তৈরী করার সময় ছবি তোলা হয়।


     এই বিভাগের আরো খবর