,

পুরান পাগল কারাগরে নতুন পাগল মাঠে! বাচ্ছা পাগল নামে আরেক ভুয়া কবিরাজের সন্ধান পাওয়া গেছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্থাগঞ্জের আলোচিত জ্বীনের বাদশা বাবুল কারাগারে যাওয়ার পর ইমামবাড়ীর ছাওয়াল জ্বীন মাসুক ও তার অন্যতম সহযোগী বাচ্ছা পাগল নামে আরেক ভুয়া কবিরাজের সন্ধান পাওয়া গেছে। গতকাল দুপুরে আদালত পাড়ায় মজমা বসিয়ে বিচার প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এ প্রতিনিধিকে সে জানায় তার বাড়ী বি-বাড়িয়া জেলার কড়মপুর কেল্লাশাহ মাজারের বাসিন্দা। তার বাবার নাম কবিরাজ রফিক। সে জ্বীনের বাদশা বাবুলের অন্যতম সহযোগী। তার দায়িত্ব হচ্ছে কড়মপুর মাজার এলাকায়। বাবুলের নির্দেশ মতে মাজারে আসা ভক্তদেরকে লিফলেট দিয়ে বাবুলের কাছে পাটাত। এতে সে ২৫% কমিশন পেত। কিন্তু বাবুল জেলে যাওয়ার পর তারা না খেয়ে থাকতে হয়। এ কারণে সে তাবিজ কবজ তন্ত্রমন্ত্র যাদু টুনা নিয়ে হবিগঞ্জে আসে। এবং কারাগারে তাদের উস্তাদ বাবুল চিশতীর সাথে দেখা করে । বাবুলে আধ্যাতিক শক্তির আদেশে হবিগঞ্জের বিভিন্ন স্থানে তাবিজ কবজ বিক্রী করে যে টাকা উপার্জন করবে তা দিয়ে তাদের উস্তাদ কে কারাগার থেকে বাহির করবে। এটাই তাদের মুল উদ্ধেশ্য। তার উস্তাদের টাকা বিভিন্ন দালালরা খেয়ে ফেলেছে। বাকী টাকা ব্যাংকে রয়েছে কিন্তু উস্তাদ নেই তাই তুলতে পারছি না। গতকাল সরজমিনে দেখা যায়, বাচ্ছা পাগল এক যুবক তন্ত্র মন্ত্র ও যাদু দেখিয়ে আদালতে আসা বিচার প্রার্থীদের কাছে তাবিজ কবজ বিক্রী করছে। বিভিন্ন ধরণের যাদুর সরমঞ্জাম সাজিয়ে বসেছে। সম্প্রতি রোগী গৃহবধূকে ধর্ষনের অভিযোগে বাবুল কারাগারে গেলে ইমামবাড়ীর মাসুক ও তার ছ্যালারা তার ব্যবসার হাল দরে এখন এদের পাশা পাশি বা”ছা পাগলও হাল ধরেছে। বাবুল শায়েস্তাগঞ্জের জগন্নাথপুর গ্রামের মৃত: নিজামউদ্দীনের পুত্র।


     এই বিভাগের আরো খবর