,

ডিম দিয়ে ভাগ্য পরীক্ষা

সময় ডেস্ক : খাবারে অনেকেরই বেশ পছন্দের মেনু, ডিম। কিন্তু, ইংল্যান্ডের একটি গ্রামে এই ডিম দিয়েই চলে, খেলাধূলা। পিছিয়ে নেই পাকিস্তানের পেশোয়ারের কিশোররা। তাদের কাছেও অন্যতম আকর্ষণ, ডিম দিয়ে খেলা। ডিম আগে না মুরগি আগে? এই বিতর্কে এখানে কেউ নেই। আকাশে ছোড়া ডিম ধরায় ব্যস্ত সবাই। স্থান, ব্রিটেনের স্বয়াটন গ্রাম। আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও; ধরার কৌশলের ঘাটতিতে, অনেকেই ডিম ভেঙে হয়েছেন, একেবারে মাখামাখি। সবচেয়ে বেশি দূরে ডিম ছুড়ে, তা না ভেঙে যারা ধরতে পেরেছেন, তারাই জয়ী হয়েছেন, মজার এই খেলায়। এটা বেশ কঠিন ছিলো। কারণ ডিমটি যদি ভালোভাবে ছোড়া না হয় তাহলে সেটিকে অক্ষত অবস্থায় ধরাও যাবে না। এখানে ভাগ্য পরীক্ষারও একটি ইভেন্ট ছিলো। তাতে একটি কেইসে ৫টিই সেদ্ধ ও একটি কাচা ডিম রাখা হয়। কপাল দিয়ে ভাঙার সময় কাঁচা ডিম পড়লেই নকআউট। ডিমের অন্য রকম খেলা বসেছে, পাকিস্তানের পেশোয়ারে। এখানে সেহেরী খাওয়ার আগের সময়টাতে সিদ্ধ ডিম ভাঙার খেলায় মাতে, কিশোরের দল। খেলার মাঠ কোনো নেই। বড়দের কাছে এটি জনপ্রিয় খেলা। আমরা তাই খেলছি। নিয়মটাও সহজ। দুজন হাতে থাকবে দুটি সিদ্ধ ডিম। একে অন্যের ডিম টোকা দিয়ে ভাঙার চেষ্টা করবে। যারটা ভাঙবে সেই বাদ পড়বে। অক্ষত ডিমের মালিক যাবে পরের রাউন্ডে। এতে বিজয়ী পাবে হেরে যাওয়ার কিশোরের সব ডিম।


     এই বিভাগের আরো খবর