,

আজও শুরু হয়নি শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কার্যক্রম

হবিগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন উদ্বোধনের আট মাস অতিক্রম হলেও আজও শুরু হয়নি এর কার্যক্রম। গত বছরের ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ জগন্নাথপুর নামক স্থানে ৮৫ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন বৃহস্পতিবার (০৯ জুলাই) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র সচিব ডঃ মোজ্জামেল হোসেন খান। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন এচিরেই এখানে কার্যক্রম শুরু করার জন্য। এ সময় জেলা প্রশাসক সাবিনা আলম, সিলেটের অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাছ উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার জয় কুমার ভদ্র, হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র উপ-সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, হবিগঞ্জের সম্মিলিত ঠিকাদার মোঃ আব্দুল কদ্দুছ এর মাধ্যমে তিন তলা ভবনের নির্মাণ কাজ পরিচালনা করা হয়। হবিগঞ্জ গণপূর্ত বিভাগের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানটি নিয়মমাফিকভাবে ভবন নিমার্ণের কাজ শুরু থেকে করে আসছিল। কাজের শেষের দিকে এসে থমকে যায়। এর কিছু দিন পর কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর রং করে উদ্বোধনের ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্র জানায়, লোকজন অগ্নিকাণ্ডের হাত থেকে সহজে রক্ষা পেতে এ ফায়ার সার্ভিস কেন্দ্রটি স্থাপন করার পরিকল্পনা করা হয়। দীর্ঘদিনের দাবি ছিল, শায়েস্তাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেন্দ্রটি চালু হওয়ার জন্য। যদিও এটি চালু হলে শায়েস্তাগঞ্জ তথা তার আশপাশ এলাকায় অগ্নি নির্বাপণে সহায়ক হবে। এ দাবির প্রতি অগ্রাধিকার দিয়ে ২০১২ সালের ২০ জুলাই এটির নির্মাণ কাজ উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘ দিনের একটি দাবী পূরণে ২০১৩ সালের জুন মাসে এর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। কিন্তু নির্মাণ কিছু অসমাপ্ত রেখেই এর উদ্বোধন হয়ে যায়। হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র উপ-সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন- ভবনের কাজ শেষ হলেই আমাদের কার্যক্রম শুরু হবে। কার্যক্রম শুরু করার জন্য বরাদ্দ এসেছে। কিন্তু গণপূর্ত কেন ভবন আমাদের কাছে হস্তান্তর করছে না?


     এই বিভাগের আরো খবর