,

রাজন হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হবে প্রতিমন্ত্রী চুমকি

সময় ডেস্ক ॥ সিলেটে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সিলেট শহরতলীর কুমারগাঁও বাদে আলী গ্রামে নিহত রাজনের বাড়িতে এসে তার বাবা-মাকে সান্ত্বনা দিয়ে তিনি এ কথা জানান। এ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকার রাজন হত্যার বিচারে বদ্ধপরিকর। রাজন হত্যার ঘটনায় পুলিশ প্রশাসনের কারো দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেহের আফরোজ চুমকি এক লাখ টাকার একটি চেক রাজনের মায়ের হাতে হস্তান্তর করেন।এছাড়া নিহত রাজনের ছোট ভাই সামিউল আলম সাজনের লেখাপড়ার জন্য প্রতি মাসে দু’হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও দেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।


     এই বিভাগের আরো খবর