,

ঈদকে সামনে রেখে মোটর সাইকেল চোররা সক্রিয় ॥ আটক ১৫

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে মোটর সাইকেল চোররা সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে এক শ্রেণীর প্রতারক চক্র বিভিন্নস্থান থেকে মোটর সাইকেল চুরি করে শহরসহ আশেপাশের এলাকায় ব্যবহার করছে। এদের মধ্যে কিছু প্রভাবশালী নেতারাও জড়িত রয়েছে। ফলে তাদের ধরতে আইন শ”ংঙ্কলা বাহিনীকে রীতিমত হিমশিম খেতে হয়। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানার মোড়ে চেকপোষ্ট বসিয়ে এসআই মিজানুর ও ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ তল্লাশী শুরু করে। এসময় ১৫টি মোটর সাইকেল আটক করা হয়। আরোহীরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। পরে যাচাই বাচাই করে ৬টি রেখে বাকীগুলো ছেড়ে দেয়া হয়। এব্যাপারে ৪টি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, তাদের অভিযান ঈদের দিন পর্যন্ত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না। অভিযোগ উঠেছে বিভিন্ন চোরাই সাইকেল ভূয়া সংবাদপত্র, ডিবি পুলিশ, ও আইনজীবির স্টিকার লাগিয়ে শহরে বেশিরভাগ চলাচল করছে। তবে কাগজপত্র ছাড়া কাউকে এব্যাপারে ছাড় দেয়া হবে না বলে জানায় পুলিশ।


     এই বিভাগের আরো খবর