,

হবিগঞ্জ নাগরিক কমিটির দুই কৃতি সন্তানের সম্মানে চা চক্র

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির আজীবন সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্টার আবু সৈয়দ দিলজার হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক, কান, গলা বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করায় অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারের সম্মানে চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হবিগঞ্জ নাগরিক কমিটি। গত ১৯ জুলাই রবিবার ঈদের পরদিন সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি চৌধুরী আব্দুল হাই। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত ও প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ফজলুল করিম। দুই কৃতি সন্তানদের ফুল দিয়ে বরণ করেন মোঃ ফজলুল করিম ও আমজাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ জামাল আহমেদ মুবেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোঃ আশরাফুল মুনিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. শারমিন নিলোৎপল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগের অধ্যাপক রওশন আরা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাখাওয়াত হোসেন খান, সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সরকারি মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ আব্দুজ জাহের, রোটারী ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে বক্তৃতার ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের তিলোত্তমা পাল, সুজিতা রায় রিয়া, মানিক সাহা, আবু জাহিদ ও আক্রাম আলী।


     এই বিভাগের আরো খবর