,

নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেলআধুনিক শহর হিসেবে গড়ে তোলতে চাই বাতি উদ্বোধন কালে মেয়র তোফাজ্জল চৌধুরী

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কেলী কানাইপুর, গয়াহরি ও ৫নং ওয়ার্ডের হরিপুর এবং পিরিজপুর অংশে সড়ক বাতির উদ্বোধন করতে পেরে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি সংশ্লিষ্ট কাউন্সিলরদের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, পৌর সভার সম্মানিত নাগরিকদের সেবা নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে নির্বাচনে এসে ছিলাম। মানুষের ভালবাসায় দীর্ঘদিন ধরে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তিনি নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল আধুনিক পৌরসভা হিসেবে রূপদানের কথা উল্লেখ্য করে বলেন, ইতিমধ্যে পৌর এলাকায় সড়কে বাতি ছাড়াও ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। আরো কোটি টাকার কাজ টেন্ডার পক্রিয়াধীন রয়েছে। সকলের সহযোগিতায় অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করারও আশাবাদ ব্যক্ত করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর এটি এম সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সার্ভেয়ার মুছা আহমদ, মোঃ কদর আলী, কবির মিয়া, বিধু ভুষন গোপ, শীলা পদ দাশ, কৃপেন্দ্র দাশ, ভজন সরকার, কালীপদ গোপ, সঞ্জয় গোপ প্রমূখ। পরে সুইচ টিপে পৌর এলাকার উল্লেখিত ওয়ার্ডের গ্রামের প্রায় ৩২ টি সড়ক বাতির উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর