,

হবিগঞ্জে ফল ব্যবসায়ীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে এক যুবকের হাত-পা পায়ের রগ কেটে দিয়ে ডাকাত সাজানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পশ্চিম পুকড়া নামকস্থানে দুর্বৃত্তরা সফিক মিয়া (২৫) নামে এক ফল ব্যবসায়ীর হাত পায়ের রগ কেটে হাসপাতালে রেখে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার সমুজ মিয়ার পুত্র ফল ব্যবসায়ী সফিক মিয়া (২৫) চৌধুরীবাজার এলাকা থেকে রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌছলে ডাকাতদের কবলে পড়ে। এসময় ডাকাতির ঘটনা দেখে ফেলায় ডাকাতরা ক্ষিপ্ত হয়ে সফিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জনস্থানে নিয়ে হাত ও দুপায়ের রগ কেটে ফেলে। পরে ডাকাত সাজিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ সফিকের অবস্থা আশংকাজনক দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়। শুক্রবার সকালে দুর্বৃত্তরা সফিককে হাসপাতালে রেখে সটকে পড়ে। এদিকে গত ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সফিকের জ্ঞান ফিরে আসলে সাংবাদিকদের এ লোমহর্ষক ঘটনা জানায়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী গতকাল রবিবার এ প্রতিনিধিকে বলেন, পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন তাকে ফোনে জানান, সফিকের স্বভাব চরিত্র খারাপ এবং তাদের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় দুই পক্ষের মাঝে মারামারি হয়েছে। পরে আহত সফিককে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।


     এই বিভাগের আরো খবর