,

নবীগঞ্জে আবারো অটোরিক্সা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ॥ মহাসড়ক অবরোধ

এম. এ. আহমদ আজাদ ॥ মহাসড়ক গুলোতে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাঙ্গার প্রতিবাদে গতকাল শনিবার আবারো বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে উপজেলার কয়েক শতাধিক সিএনজি অটোরিক্সা শ্রমিকরা ঝড়ো হয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করেন। এসময় উভয় পাশেই শতাধিক যানবাহন আটকা পরে। সমাবেশে সভাপতিত্ব করেন আউশকান্দি সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির সভাপতি মো: খালেদ আহমদ জজ। শ্রমিক নেতা দিলশাদ আহমদ ও লিয়াকত খানের যৌত পরিচালনায় এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো: তৌহিদুল ইসলাম চৌধুরী, অনু আহমেদ, লুৎফুর রহমান, বশির আহমেদ, বাদশা মিয়া, রব্বান মিয়া, মকদ্দুছ চৌধুরী, মিন্টু চৌধুরী, হেলাল মিয়া, মুহিত মিয়া, ফারছু মিয়া, মাহিদুল ইসলাম, ছদরুল ইসলাম, আবু তাহের, আ: ওয়াদুদ, রুমান মিয়া, হারুন মিয়া, আব্দুল হালিম, আলামীন, রুহুল আমীন ও হাবিব প্রমূখ। প্রতিবাদ সমাবেশে সিএনজি শ্রমিক নেতারা প্রধানমন্ত্রীর নিকট সিএনজি শ্রমিকদের প্রাণের দাবী উক্ত নিষেধাঙ্গা প্রত্যাহার করে পূর্বের ন্যায় সিএনজি অটোরিক্সা চলাচলে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় আউশকান্দি স্কোয়ারে শত শত সিএনজি ঝড়ো হয়ে প্রতিবাদ করেন।


     এই বিভাগের আরো খবর