,

হবিগঞ্জে মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। এ নিয়ে প্রায়ই ক্রেতা ও বিক্রেতাদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। সরজমিনে জানা যায়, শহরের চৌধুরীবাজার, শায়েস্থানগর বাজার, সিনেমা হল বাজার, কোর্ট স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মাংসের দোকান রয়েছে। আর এসব দোকানে পৌর কর্তৃপক্ষের দেয়া মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামাফিক টাকা আদায় করছেন। অনেকেই অভিযোগ করেন পৌরসভার পক্ষ থেকে তদারকি না থাকায় মহিষ কে গরু, ছাগলকে ভেড়া, গাভীকে ষাড়ের মাংস বলে বিক্রি করছে। সম্প্রতি পৌরসভার তালিকায় ছিল গরু ৩৫০ টাকা, কিন্তু রাখা হচ্ছে ৪০০-৪৫০ টাকা, খাসি ৩৮০ টাকা, কিন্তু নেয়া হচ্ছে ৫শ থেকে সাড়ে ৫শ টাকা। তাও আবার ভেড়া কে খাসি , মহিষকে গরু দেখিয়ে। কোন কোন ক্ষেত্রে ফ্রিজে রেখেও বিক্রি করা হচ্ছে। মাংস কেনা বেচাঁ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রায়ই ঝগরা বিবাদ ঘটছে। এব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম জানান, মাংস বিক্রির তালিকা দেয়া হয়েছে। কিন্তু কি কারণে তারা দোকানে টাঙ্গাচ্ছে না, তাদের জিজ্ঞাসাবাদ করবেন।


     এই বিভাগের আরো খবর