,

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে জনদূর্ভোগ সৃষ্টি করে অবাধে চলছে বালু ব্যবসা

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কে জনদূর্ভোগ সৃষ্টি করে অবাধে চলছে বালু ব্যবসা। প্রতিদিন নৌকা, ট্রাক, ট্রলি দাড় করিয়ে বালু লোড আনলোড করা হচ্ছে। ফলে যানজটসহ প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ভূক্তভোগীরা জানান, হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রতœা ব্রীজের পাশে অর্ধ রাস্তা জুড়ে অসংখ্য বালুর স্থপ রাখা হয়েছে। সড়কে ট্রাক, ট্রলি দাড় করিয়ে বালু লোড আনলোড করা হচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এ ছাড়া অর্ধ সড়ক জুড়ে বালু স্থপ করে রাখায় একটি যান আর একটি যানকে পাস দিতে পারেনা। বালুর উপর দিয়ে মোটর সাইকেল চলাচলের মোটেও নিরাপদ নয় বলে জানান এক মটর সাইকেল আরহী। হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের এক সিএনজি ড্রাইভার নাম না প্রকাশ করা সূত্রে জানান প্রতিদিন আসা যাওয়া পথে রতœা আসলে আমাদের গাড়ি চালাতে খুব ভয়ংকর হিসাবে ঐ জায়গাটি চিহ্নিত করি। ভয়ের কারণ জানতে চাইলে প্রতিবেদককে জানান গাড়ির বাতাসের হামলায় গাড়ির ভিতরের থাকা যাত্রীদের চোখে মুখে এসে বালু আঘাত করে যার ফলে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। তিনি আরও জানান ঐ এলাকার এক প্রভাব শালীর দখলে যার কারণে বালু ব্যবসায়ীরা করো কথা তুয়াক্কা না করে এভাবেই রস্ত’ার পাশে বালু দিয়ে রাস্তায় জাম করে রাখেন। ড্রাইভারের কাছে ঐ প্রভাব শালীর নাম জানতে চাইলে তিনি জানান যদি নামবলি আমরা রাস্তা গাড়ি নিয়ে চলাচল করতে পারুম না । এব্যাপারে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ জানান কেহ যদি ব্যবসা করতে চান আমাদের কোন বাধা নেই আর যদি এমন ব্যবসা কেহ করেন যা জনদুর্ভোগ সৃষ্টি হয় তা আমরা প্রশাসনের সহযোগিতা চেয়ে ঐ ব্যবসায়ীদেরকে দেশের প্রচলীত আইনের আউতায় এনে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও জানান বালু ব্যবসায়িদের উদ্দেশ্য করে বলেন আপনারদের ব্যবসার চেয়ে একটি মানুষের জীবনের অনেক মুল্য তাই একটি মানুষের জীবন বাঁছাতে আপনারা বালুর উপরে পলিটিন অথবা তিরফল দিয়ে ঢেকে রাখলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না। সাধারণ যাত্রীরা অভিযোগ করেন পাশে রয়েছে সরকার বাহাদুর কর্তৃক তালিকাভূক্ত রতœা নদী খেয়া ঘাট। খেয়া ঘাটে নৌকা নোঙ্গর না করে সড়কে নোঙ্গর করে ধান ও বালুস্থপ লোড আনলোড করে যানজটের সৃষ্টি করা হচ্ছে বলে জানান যাত্রী সাধারণ। অবিলম্বে এ সমস্থ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন বলে আশাবাদ ভূক্ত ভোগীদের।


     এই বিভাগের আরো খবর