,

দৈনিক বিবিয়ানায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

গত ৬ আগষ্ট দৈনিক বিবিয়ানা পত্রিকায় নবীগঞ্জে সিএনজি স্টেশনে মারপিটের ঘটনায় ২ জনকে আসামী করে আদালতে মামলা। শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যাহা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও কাল্পনিক সংবাদ বটে। প্রকৃত ঘটনা হচ্ছে গত ২১ জুলাই বিকাল ৫টায় আমার ভাই ফয়জুর রহমান ও মতিন মিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিএনজি ষ্টান্ডে রড ও ধারালো অস্ত্র নিয়ে আমার উপর অর্থকিত হামলা চালায়। এ সময় তাদের বেপরোয়া কবল থেকে ষ্টান্ডের ম্যানেজার মিন্ট চৌধুরী ও সিএনজি শ্রমিক ভাইয়েরাসহ ব্যবসায়ী লিটন আহমদ হামলাকারীদের কবল থেকে আমাকে প্রাণে রক্ষা করেন। মূলত: আমার গুনধর ভাইয়েরা আহতদের নাটক সাজিয়ে বিজ্ঞ আদালতে হয়রানী মূলক মামলা দায়ের করেছেন। হামলা কারীদের কবল থেকে আমাকে রক্ষা করতে আমার মা-জননী ও তাদের হাতে হামলার শিকার হন। হামলা কারীরা আমাদের জায়গা জমি জবর দখল করিতে দীর্ঘ দিন ধরে আমি ও আমার মায়ের উপরে নানা অন্যায়, অত্যাচার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের এসব নির্যাতনের ফলে আমার মা ও আমি এবং পরিবার বর্গ মিয়া অন্যত্র বসবাস করে আসছি। এই ঘটনা গ্রামের লোকজন ও উপজেলা চেয়ারম্যান মহোদ্বয় সহ অনেকেই ভাল জানেন। বহু কু-কর্মের হোতা আমার ভাইজান আদালতে যে কাল্পনিক অভিযোগ উত্থাপন করে মামলা দায়ের করে উক্ত পত্রিকায় মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদ প্রকাশ করিয়েছেন আমি আবারো উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
মোঃ লতিফ মিয়া
পিতা: মৃত হাবিবুর রহমান
সাং জালাল সাপ
১০নং দেবপাড়া, ইউ/পি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর