,

বানিয়াচঙ্গের স্কুল, কলেজ মাদ্রাসাকে রাজনীতি ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনের আহবান

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা সদরের কলেজ, মাদ্রাসা, স্কুল পর্যবেক্ষণ ও পরিদর্শনকালে শিক্ষার মান পরিবেশ মাদকমুক্ত ক্যাম্পাস সহ সার্বিক বিষয়ে ছাত্র শিক্ষকদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারপার্সন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এ সময় সঙ্গীয় দুবাই প্রবাসী রাখাল কুমার গোপ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানকে দু’লক্ষ টাকা অনুদানের ঘোষনা দিলেন। জানা যায়, ০৮ আগষ্ট দিন ব্যাপী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বানিয়াচঙ্গ আইডিয়াল কলেজ, আমিরখানী জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা, কুতুবখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহারতœপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বিএসডি মহিলা আলিম মাদ্রাসা, সুফিয়া মতিন মহিলা কলেজ, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জনাব আলী ডিগ্রী কলেজ, ডা: ইলিয়াছ একাডেমী (হাইস্কুল) ও তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পৃথক পৃথক ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময় ছাড়াও মাল্টিমিডিয়া কাশ পর্যবেক্ষণ করেন। পূর্বাহ্নে বানিয়াচঙ্গ আইডিয়াল কলেজ ও মহারতœপাড়া হাইস্কুল পরিদর্শনকালে শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে পৃথক পৃথক মতবিনিময়কালে দুবাই প্রবাসী রাখাল কুমার গোপ আইডিয়াল কলেজকে ১ লক্ষ টাকা ও মহারতœপাড়া হাই স্কুলকে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকগন ছাড়াও উপস্থিত ছিলেন, বানিয়াচঙ্গ আইডিয়াল কলেজের জিবি সভাপতি ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, জলসুখা ইউ.পি’র সাবেক চেয়ারম্যান এম.এ. কাদির সামসু, শচীন্দ্র কুমার গোপ, ডা: আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুল আহসান প্রমুখ। বিদ্যোৎসাহী সমাজকর্মী চেয়ারম্যান মক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সুফিয়া মতিন মহিলা কলেজ পরিদর্শনকালে মাল্টিমিডিয়া কাস পর্যবেক্ষণ ছাড়াও জনাব আলী ডিগ্রী কলেজ এর শিক্ষক মন্ডলীদের সাথে কলেজের সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময়কালে তিনি মাদকমুক্ত ও কথিত ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস গঠনের উপর গুরুত্বারোপ করেন।


     এই বিভাগের আরো খবর