,

সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে উৎসব মূখর পরিবেশে ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৫

বানিয়াচং প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলায় ১টি উচ্চ বিদ্যালয়, একটি মাদ্রসা ও একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৫ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট চলে বেলা ১ ঘটিকা পর্যন্ত।। সূত্র জানায়, বানিয়াচংয়ে আদর্শ বিদ্যালয়, বিএসডি মহিলা আলীম মাদ্রাসা ও সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১৯৭৬। কাষ্ট হয়েছে ১২৪৯ ভোট। প্রতিদ্বন্দিতা করে ৪১ জন শিক্ষার্থী। এ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আশরাফ উদ্দিন নাসিম সর্ব্বোচ্চ ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচিত অন্যরা হল, দশম শ্রেণীর ছাত্রী নিছপা ৪১৭ ভোট, ৮ম শ্রেণীর ছাত্র স্বাধীন ইসলাম রবি ৪৯৯ ভোট, ৮ম শ্রেণীর ছাত্র সাইফুর রহমান ৩২০ ভোট, ৭ম শ্রেণীর ছাত্রী আলিমুন নেছা ৩৯৫ ভোট. সাইয়েবা সুলতানা বুশরা ৩৭৪, ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সুমাইয়া ৩৫২ ভোট, ৬ষ্ট, শ্রেণীর ছাত্রী সাদিয়া বর্ষা ৩৬৬ ভোট। শেখের মহল্লা মহিলা আলিম মাদ্রসায় প্রতিদ্বন্দিতা করেছে ১০ জন শিক্ষার্থী। নির্বাচিত হয়েছে ৮ জন। মোট ভোটার ২৮৬ জন। কাষ্ট হয়েছে ১৮৯ ভোট। নির্বাচিতরা হল, জিকর্ াআক্তার, ফাতেমা আক্তার, আকলিমা খাতুন, জুমা আক্তার, সুমাইয়া আক্তার, মান্না আক্তার, সাবিয়া উম্মে সুমাইয়া। সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নির্বাচিত হয়েছে ৪ জন। এ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১০২ জন। প্রতিদ্বন্দিতা করে ৯ জন শিক্ষার্থী। কাষ্ট হয়েছে ৭৩ ভোট। এতে ৯ম শ্রেণীর শিক্ষার্থী হাসনুর মিয়া ৪৬ ভোট, দশম শ্রেণীর ছার্ত্রী পিংকী ৩৩ ভোট, খোকন ৪৪ ও সাছনা ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সকাল থেকে বানিয়াচংয়ের তিনটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রায়হানুল হারুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শোকরানা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক আবুবক্কর রহমান দুদু, নির্বাহী সদস্য আব্দুল মালিক প্রমূখ।


     এই বিভাগের আরো খবর