,

ঝোপ থেকে এক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত এলাকা থেকে পুলিশ ও সাংবাদিকদের সহানুভবতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেচেঁ গেল এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে পুরাতন পৌরসভা সড়কের ফৌজদারী বার লাইব্রেরীর পশ্চিম দিক থেকে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে শহরের নোয়াহাটি থেকে টিটু ভট্টাচার্য্য এক সময় সে মাষ্টার টেইলার্স খ্যাতি অর্জন করে। পরবর্তীতে সে পৌরসভা এলাকার মাষ্টার সিরাজুল ইসলামের প্রতিষ্ঠানে সুনামের সহিত কাজ করে আসছিল। এক পর্যায়ে তিনি ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলে সুমন আহমেদ নামে পরিচিতি লাভ করেন। কিন্তু তার পরিবার পরিজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর তিনি ভারসাম্যহীন হয়ে পড়েন এবং ভবঘুরে হয়ে ঘুরতে থাকেন। গত ৪দিন ধরে ওই এলাকায় রোদ বৃষ্টিতে ভিজে এসে আরো অসুস্থ হয়ে পড়েন। ৪ দিন ধরে তার পেটে কিছু না পড়ায় তিনি ক্রমাগত দুর্বল হতে থাকেন। গতকাল সুমন ওই এলাকার একটি ঝোপের নিচে আশ্রয় নেন। বিষয়টি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, এম এ হাকিম, জুয়েল চৌধুরী, এনামুল হক সায়েম, এম সজলু, আব্দুল হান্নান ও জাকারিয়া চৌধুরীর নজরে আসলে বিষয়টি সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনকে জানালে তিনি এসআই গোলাম মোস্তফা ও কৌশিক রায়কে তাৎক্ষনিক পাঠিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন এবং যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করেন।


     এই বিভাগের আরো খবর