,

নবীগঞ্জে এরিয়া ম্যানাজার ও তার স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

এমদাদুর রহমান ॥ নবীগঞ্জ শহরে অবস্থিত মেঘনা লাইফ ইন্সুরেন্স কোং লিঃ এর এরিয়া ম্যানাজার মোঃ আবুল কালাম ও তার স্ত্রী মেঘনা লাইফ ইন্সুরেন্স লিঃ এর বি.সি বেদানা বেগমের বিরুদ্ধে দেড় লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় একই অফিসের ইউনিট ম্যানাজার শামিমুর রহমান শামিম বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত (৫) এ মামলা দায়েরের ঘটনায় নবীগঞ্জ উপজেলায় গ্রাহকদের মধ্যে তুলপাড় সৃষ্টি হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ, গত ২৬ শে এপ্রিল ২০১২ইং তারিখে বিবাদীরা শামিমুর রহমান শামিমের নিকট ১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ নিতে চায়। এরই প্রেক্ষিতে ও একই অফিসে কাজের সুবাদে নগদ ১ লক্ষ ১০ হাজার ৯ শত টাকা প্রদান করেন এবং ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার একাউন্ট নং ২০৫০৩২৭০১০০০৭৩৬১৫ এর বরাতে ৩৯ হাজার ১শত টাকা আসামীদের হাতে প্রদান করেন শামীম। এর পর থেকে বিভিন্ন সময়ে ওই টাকার জন্য মামলার বিবাদী আবুল কালাম ও তার স্ত্রীকে বারবার তাগিদ দিলেও পরবর্তীতে তারা টালবাহানা করিতে থাকে। অবশেষে গত ২৩/৬/২০১৫ইং তারিখে বিভিন্ন স্বাক্ষীদের সম্মূখে ওই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করিলে মামলার বাদী শামীমুর রহমান শামীমের সাথে খারাপ আচরণ করে টাকার কথা অস্বীকার ও প্রতারনা করে। তিনি মামলায় আরো উল্লেখ করেন, সরল বিশ্বাসে ও সু-সর্ম্পকের কারণে উক্ত টাকা গুলি তাদেরকে কর্জ দিলে টাকাগুলো আত্মসাতের হীন উদ্দেশ্যে অফিসের কর্মকান্ডে নানা রকম বিগ্নতা সৃষ্টি করিয়া তার গ্রাহকদের প্রায় ৬০টি পাস বই চুরি করিয়া থাকে ক্ষতির সম্মূখিন করিয়াছে। এই ঘটনায় আদালতের হস্থক্ষেপ কামনা করে মামলা দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানাকে নির্দেশ দিলে নবীগঞ্জ থানা পুলিশ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত ৫ হবিগঞ্জে তদন্ত প্রতিবেদন দাখিল করলে এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ থাকে। এরই প্রেক্ষিতে মামলার বাদী আবারো উক্ত আদালতে স্বাক্ষীদের নোটারী পাবলিকের এফিডেভিটের মাধ্যমে ঘটনাটি সত্য বলে বিজ্ঞ আদালতে গত ১২ আগষ্ট পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে আবারো নারাজির আবেদন করেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আবারো মামলাটি উপজেলা চেয়ারম্যান বরাবরে প্রতিবেদনের জন্য প্রেরন করেছেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর