,

ম্যানচেস্টারে স্থায়ী ভাবে ভাষা শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ

সময় ডেস্ক : গাওছুল ইমাম চৌধুরী সুজন, ব্যুরো প্রধান যুক্তরাজ্য ম্যানচেস্টারঃ- খন্দকার ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ব্রিটিশ এমপি জেফ স্মিথ ও কাউন্সিলার গ্রেসি এর সাথে ম্যানচেস্টারে স্থায়ী ভাবে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণের জন্য আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত ৩০শে আগস্ট রোজ রবিবার ম্যানচেষ্টারের স্থানীয় খন্দকার রেস্টোরেন্টে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান খন্দকার সুফি মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত সংসদ এডভোকেট মোহাম্মদ আবু জাহির, বিশেষ অতিথি ছিলেন ম্যানচেস্টার বাংলাদেশ হাইকমিশনের সহকারি হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহরিয়ার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সামছুউদ্দিন আহমেদ এমবিই, কাউন্সিলার ইদু মিয়া, কাউন্সিলার আহমেদ আলী, কাউন্সিলার লুৎফুর রহমান, কাউন্সিলার আব্দুল কাদির জিলানী, জিএমবি এর চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব, ডক্টর শাহ্? নেওয়াজ, আবুল কাসেম, আখলাছ আহমেদ, ফজলে রাব্বি, সিলিক মিয়া, নুরুজ্জামান, মালিক সওদার, জামাল উদ্দিন কাউসার, আব্দুল হামিদ, হারুন মিয়া, খন্দকার মুহিবুর রহমান, মামুন আহমেদ প্রমুখ। ব্রিটিশ এমপি জেফ স্মিথ ও কাউন্সিলার গ্রেসি ম্যানচেস্টারে স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহজুগিতার আশ্বাস প্রধান করেন। সভায় সংসদ এডভোকেট মোহাম্মদ আবু জাহির, ব্রিটিশ এমপি জেফ স্মিথ, সহকারি হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহরিয়ার ও কাউন্সিলারদেরকে খন্দকার ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ফুল দিয়ে সুভেছা জানান নাবিহা চৌধুরী।


     এই বিভাগের আরো খবর