,

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার ব্যবসায়ীদের শীর্ষ বাণিজ্য সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা শুরু হয়। দুপুরে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সংগঠনের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন- হবিগঞ্জ একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি জেলা। বাংলাদেশের এক তৃতীয়াংশের ও বেশী গ্যাস এ জেলা থেকে উৎপাদন হয়। যে কারণ হবিগঞ্জে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। তিনি ব্যক্তিগতভাবে শিল্প কারখানা গড়ে তোলার জন্য হবিগঞ্জের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। তিনি তার বক্তব্যে বলেন- হবিগঞ্জের ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া সঠিকভাবে আয়কর প্রদান করে সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন তারা। ব্যবসায়ীদের যে কোন ধরণের সমস্যায় তিনি পাশে এসে দাঁড়াবেন বলে আশ্বাস দেন। সভার শুরুতে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম সাধারণ সভায় অংশগ্রহণকারী সকল সদস্য ও অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন- আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই হবিগঞ্জ জেলায় শিল্প স্থাপন, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রকল্প, বাল্লা স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কর ভ্যাট, গ্যাস ও বিদ্যুৎ প্রদানে সঠিক নীতি প্রণয়ন ও উন্নয়নের ক্ষেত্রে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। হবিগঞ্জের ব্যবসা বাণিজ্য ও শিল্পখাতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ চেম্বার অব কমার্স কাজ করে যাচ্ছে। হবিগঞ্জে গড়ে উঠা বিভিন্ন শিল্প কারখানায় স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। চেম্বারের সুনাম ও মর্যাদা বৃদ্ধির জন্য আপনারা সবসময় সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করে আমাদেরকে সহযোগিতা করবেন। কার্য নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের পরিচালনায় উপস্থিত ছিলেন সদস্য আতাউর রহমান সেলিম, মশিউর রহমান শামীম, দেওয়ান মিয়া, ফখরুল ইসলাম বাবুল, দুলাল সূত্রধর, মিজানুর রহমান মিজান, মোঃ নাসির উদ্দিন, ফজলে রাব্বী রাসেল, কায়সার আহমেদ জনি, জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান, সোহেল রানা তালুকদারসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অডিনারী, এসোসিয়েট সদস্যসহ ব্যবসায়ীরা। সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করা হয়। পরে খাবার প্যাকের মাধ্যমে ঢাকা-টু কক্সবাজার বিমানের রিটার্ণ টিকেট বিজয়ী চেম্বারের এসোসিয়েট সদস্য লুৎফুর রহমানের হাতে প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর