,

নবীগঞ্জে উপজেলা হিন্দু মহাজোট নেতৃবৃন্দের দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় মন্দির পূজা মন্ডপ, আক্রমপুর লোকনাথ আশ্রম সংঘমিত্র পুজা মন্ডপ, শিবপাশা সন্ন্যাস পুজা সংঘ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাতে ষষ্টী বিহিত পুজায় পরিদর্শনকারী সংগঠনের সভাপতি এড. রাজীব কুমার দে তাপস, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক পিন্টু রায় ,সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায় ,প্রচার সম্পাদক জ্যেতিষ সরকারসহ নেতৃবৃদ শিবপাশা সন্ন্যাস পূজা মন্ডপে গেলে পূজা কমিটির সভাপতি সুমন দেবনাথ, সাধারণ সম্পাদক দুলাল দাশ, ঝলক দাশ, মন্টি কর, টিটু দেবনাথ, বিশ্বজিত দাশ, দেবদুলাল ধর টিটু, দিবেন্দু ধর দিপন, দিলীপ সরকার, লিটন দাশ, অনুপ আচার্য্য শ্রীপদ দাশ পুজারীবৃন্দ শুভেচ্ছা জানান। লোকনাথ আশ্রম সংঘমিত্র পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংঘমিত্র পুজা কমিটির সভাপতি অসীম বনিক, সাধারণ সম্পাদক গুরুপদ দাশ ময়না, সাধন চন্দ্র দাশ, রঞ্জিত চক্রবর্তী নান্টু, চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর, মনীন্দ্র মালাকার, কেন্দ্রীয় গোবিন্দ জিউড় মন্দির পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারণ সম্পাদক প্রভাষক অসীম কুমার রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নারায়ন রায়, হিমাংশু শেখর রায়, বিষ্ণু পদ রায়, প্রনব দেব, মনি শংকর সরকার, পরিমল কুড়ি, দিপংকর ভট্টাচার্য্য দেবুল প্রমূখ। নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে গতকাল সোমবার ষষ্ঠীপুজায় পুজা মন্ডপ এবং পুজারী ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের ব্যাপক আমেজ বিরাজ করেছে।


     এই বিভাগের আরো খবর