,

দীঘলবাক ইউনিয়নের বাদে রায়ঘর গ্রামে এমপি মুনিম চৌধুরী বাবু’র মতবিনিময় সভা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাদে রায়ঘর গ্রাম গতকাল সন্ধ্যায় গ্রামের উন্নয়ন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীঘলবাক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিক মিয়া’র সভাপতিত্বে ও ইউপি জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খাঁনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতির আহবায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, ইউপি জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, ডাঃ আব্দুস সুবহান চৌধুরী, ইউপি সদস্য সুজলা বেগম, মানবাধিকার কর্মী মাহবুব খছরু, জাতীয় পার্টি নেতা মোশাহিদ মিয়া, সাজন মিয়া, আলাউদ্দিন, মতিন মিয়া, খালিক মিয়া, আব্দুল হামিদ, আলাউদ্দিন, মাওঃ সফর আলী, আব্দুল্লা মিয়া, যুব সংহতি নেতা ছনাওর আলী, মাসুম রানা, মাজহারুল হক, আজির উদ্দিন, জাবেদ মিয়া, জাহান মিয়া, ছাত্রসমাজ নেতা রেজাউল করিম প্রমুখ। সভায় গ্রামবাসীর বিভিন্ন দাবীর প্রেক্ষিতে এমপি মুনিম চৌধুরী বাবু বাদে রায়ঘর জামে মসজিদের উন্নয়ন ১ লক্ষ টাকা অনুদান, প্রাইমারী স্কুলের সামনের রাস্তা নির্মান ও গ্রামের রাস্তা-ড্রেন কালভার্ট নির্মানের প্রতিশ্র“তি দেন। এসময় তিনি আরো বলেন পর্যায়ক্রমে বাদে রায়ঘর ফুটবল মাঠ সংস্কার সহ সংশ্লিষ্ঠ এলাকার উন্নয়নে তাঁর প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর