,

নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হলো একটি প্রাইভেট কার

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে রাতের আধারে বাড়িতে থাকা একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার বনগাঁও গ্রামে খন্দকার আক্তার মিয়ার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে উক্ত প্রাইভেট কারের মালিক খন্দকার আমীনের দাবী পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার কারে আগুন দিয়েছে। এ ঘটনায় এলাকায় অগ্নিকান্ড আতংক বিরাজ করছে, উল্লেখ্য গত ১ অক্টোবর বনগাঁও গ্রামের ছালিক মিয়ার মার্কেটের একটি অংশ ভাড়া নিয়েছিলেন বনগাঁও গ্রামের সাংবাদিক এম এ মুহিত তার অধীনে দীর্ঘদিন ধরে ছালিক মিয়ার মার্কেটে লোকজনের বিভিন্ন মালামাল এবং সাংবাদিক মুহিতের মোটর সাইকেল সহ আরো কয়েকটি মোটর সাইকেল রাখা হতো ওই মার্কেটেও আগুন দিয়েছিল দৃর্বত্তরা। স্থানীয়রা জানান, উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও সাবেক মেম্বার খন্দকার আক্তার মিয়ার বাড়িতে প্রতিদিনের ন্যায় রাতে নিয়ে প্রাইভেট কারটি রাখেন তার ছোট ভাই খন্দকার আমীন। গত শুক্রবার রাত ১০টার দিকে খন্দকার আমীন কারটি নিয়ে বাড়িতে রাখেন। রাত প্রায় ৪ ঘটিকার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে গিয়ে পেট্রল ঢেলে কারে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তেই আগুনে পুড়ে যায় কারটি। আগুনের তাপ অনুভব করতে পেরে ঘরের লোকজন বেড়িয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কারটির মালিক দাবী করছেন পালিয়ে যাওয়ার সময় ২ জনকে চিনতে পেরেছেন। এ ঘটনার সংবাদ পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশের এএসআই সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর